বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোটের কী করা উচিত? উপায় বাতলে দিলেন প্রশান্ত কিশোর

বাংলায় ধূপগুড়ি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট বেঁধে প্রার্থী দিয়েছে। কিন্তু সে জোটে তৃণমূল নেই। আবার ছত্তীশগড়ে বিধানসভা ভোটের এখনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কেজরিওয়ালের আপ।

ইন্ডিয়া জোট কি আদৌ দানা বাঁধছে? চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপিকে হারাতে হাত ধরেছে ২৬টি রাজনৈতিক দল। একসঙ্গে লড়ার শপথ নিয়েছে তারা। কিন্তু আসন সমঝোতা নিয়ে এখনও মুখ খোলেননি জোটের নেতারা। উল্টে বিভিন্ন রাজ্যে নিজের মতো প্রার্থী তালিকা প্রকাশ করছে অনেক দলই। এমনটা চলতে থাকলে এই জোটের ভবিষ্যৎ কি? ইন্ডিয়াকে জিততে হলে কী করা উচিত? এসব নিয়ে এবার মুখ খুললেন প্রশান্ত কিশোর।

বাংলায় ধূপগুড়ি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট বেঁধে প্রার্থী দিয়েছে। কিন্তু সে জোটে তৃণমূল নেই। আবার ছত্তীশগড়ে বিধানসভা ভোটের এখনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কেজরিওয়ালের আপ। এই নিয়ে মৃদু আপত্তি জানিয়েছে কংগ্রেস। সোজা কথায়, বিরোধী দলগুলো এক ছাতার তলায় এলেও আসন সমঝোতার যে নামগন্ধ নেই, সেটা স্পষ্ট।

Prashanta Kishor,INDIA Alliance,Seat Sharing

মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক হয়। সেখানে কি আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়নি? হয়েছে। কিন্তু মতানৈক্যে পৌঁছনো যায়নি। ভিতরের খবর, আসন সমঝোতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফরমুলা মানতে রাজি হননি সিপিএমের ইয়েচুরি, ডি রাজারা। বিহারের কয়েকটি দলও আপত্তি জানিয়েছে। যদিও মুখে সে কথা স্বীকার করছেন না বিরোধী জোটের কোনও নেতাই। বরং ‘মতানৈক্য কমিয়ে আনা হয়েছে’ বলে বিবৃতি দিয়েছেন রাহুল গান্ধী।

এই পরিস্থিতিতে মুখ খুলেছেন প্রশান্ত কিশোর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভোট কুশলী বলেন, ‘আমার মতে, আসন সমঝোতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা ৭০ শতাংশ আসন সমঝোতা হোক কিংবা ৯০ শতাংশ। এর উপরেই জোটের ভবিষ্যৎ নির্ভর করছে। যত তাড়াতাড়ি আসন সমঝোতা হবে, জোটের পক্ষে ততই মঙ্গল’।

ইন্ডিয়া জোটে শুরু থেকেই কেজরিকে নিয়ে সংশয় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে আপ সুপ্রিমোর সঙ্গে বৈঠকও করেন। কিন্তু তারপরেও দিল্লি এবং পাঞ্জাবে আপ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করবে কিনা তা নিয়ে ১০০ শতাংশ গ্যারান্টি কেউই দিতে পারছে না। বাংলার অবস্থাও তথৈবচ। বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট আদৌ হবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। পিকে বলছেন, ‘এর উত্তর দলের মাথারাই দিতে পারবেন। আমি ওঁদের মুখপত্র নই’।




Leave a Reply

Back to top button