পিথোরাগড়ে সফরের পাশাপাশি পুজোও দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শুধু মাত্র উত্তরাখণ্ডে পুজো দিতেই যাননি। সেখানে তিনি একটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন।

শুভঙ্কর, দিল্লি: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের পিথোরাগড় সফর করেন। শুধু সফরে করেননি তার সাথে তিনি পুজোও দিয়েছেন। উত্তরাখণ্ডে গিয়ে তিনি পার্বতীপুর থেকে আদি কোয়েলের সব জায়গাতেই যান। সেখানকার প্রধান দেবতা শিব ও পার্বতী। তাই সেখানে গিয়ে তিনি পার্বতী কুন্ডে প্রার্থনাও করেছেন। তবে শুধু সফল বা পূজো দেওয়ার নয় সেখানে গিয়ে তিনি ডমরু ও ঘন্টাও বাজিয়েছেন। বৃহস্পতিবার সকালেই পিথোরাগড়ের জোলিংকং এ পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে তিনি আদি কৈলাসের পুজোও করেন।

আদি অবস্থিত ভারতের চীন সীমান্ত থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে। এই সময় ভ্রমণে সাথে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামিও। এছাড়াও তিনি যান গুঞ্জি গ্রামেও। যেখানে তিনি কথা বলেন সেনাবাহিনী আইটিবিপি এবং বিআরও-র পাশাপাশি স্থানীয় মানুষদের সাথে। এই গ্রামেও একটা প্রদর্শনী জায়গা আছে। সেখানেও যান প্রধানমন্ত্রী। সেখানেই তিনি সবার সাথে কথা বলেন।

Prime Minister,Narendra Modi,Adi kailash,Uttarakhand

শুধু এখানেই তার সফর শেষ নয়। তিনি যাবেন আলমোড়ার জাগেশ্বরেও। সেখানে গিয়ে তিনি পুজো দেবেন এবং দেবদেবীদের দর্শনও করবেন। এইধামটি প্রায় ৬২০০ ফুট উচ্চতায় অবস্থিত। এছাড়াও এই ধামে রয়েছে ২২৪টি পাথরের মন্দির। মূলত পিথোরাগড়ে তিনি গ্রামীণ উন্নয়ন রাস্তা বিদ্যুৎ সেচ পানীয় জল শিক্ষা প্রভৃতি প্রকল্পর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পগুলির জন্য খরচ হয়েছে প্রায় ৪২০০ কোটি টাকা। এখন দেখার সবকিছু ঠিকঠাক ভাবে কতদূর কাজ কিভাবে সম্পন্ন হয়।




Leave a Reply

Back to top button