নায়িকাকে কুপ্রস্তাব, খড়কুটোর প্রিয়াঙ্কার এটা নিজে চোখে দেখতে চাইলেন প্রযোজক

রাজকুমার মণ্ডল, কলকাতা : কুপ্রস্তাবের শিকার নায়িকারা। এ আর নতুন কথা কী! এরকম প্রস্তাবের মুখেমুখি প্রচুর নায়িকা রয়েছেন। অভিযোগ করেছেন। আবার পরে একই সিরিয়ালে বা ফিল্মে কাজ করেছেন ফিল্মি ললনারা। সিরিয়ালে কাস্টিং কাউচ দেখতে চাওয়া নিয়ে সরব অভিনেত্রী প্রিয়াঙ্কা (Priyanka Mitra) । বাংলা সিরিয়ালের জনপ্রিয় চিনি সরাসরি অভিযোগ আনলেন। পরিচালক-প্রযোজকরা প্রায়শই কুপ্রস্তাব দিত! সদ্য প্রয়াত খড়কুটে সিরিয়ালের নায়িকা গুনগুনের ড্যাডি চরিত্রের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। এক্কেবারে শুরুর থেকেই সিরিয়ালের নায়ক সৌজন্যের বোন চিনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra) । প্রথমে জনপ্রিয়তা অর্জন করলেও পরে মাঝপথেই সিরিয়াল ছেড়েছিলেন প্রিয়াঙ্কা। আবার দু’বছর পর ফিরলেন নায়কের বোনের চরিত্রে। পালিয়ে যাওয়ার বেশ কিছু কারণ জানালেন প্রিয়াঙ্কা। ভয়ানক ঘটনার জন্য মাঝপথেই সিরিয়াল ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। তার কারণ হিসাবে প্রিয়াঙ্কা।
বাংলা টেলিভিশনে জনপ্রিয় ধারাবাহিক হল খড়কুটোতে ভালো অভিনয় করার সুবাদে বেশ কয়েকটি সিরিয়ালেও অভিনয় করার সুযোগ আসে চিনির। এমনকি স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’ নায়ক শঙ্খর খুড়তুতো বোন দিয়ার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা (Priyanka Mitra) । সিরিয়ালে অভিনয় করতে আসার আগে ভালো নাচ করতেন প্রিয়াঙ্কা। নাচ নিয়েই পড়াশোনা করেছেন প্রিয়াঙ্কা। দাদার তোলা ছবি দেখেই অভিনয়ের আচমকা সুযোগ আসে প্রিয়াঙ্কার কাছে। প্রথম সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয়। ‘ছদ্মবেশী’ সিরিয়ালে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন। অথচ কয়েক এপিসোড পরেই মাঝপথে সিরিয়াল ছেড়ে চলে যেতে বাধ্য হন প্রিয়াঙ্কা। সরাসরি অভিযোগের তীর প্রযোজক পরিচালকের দিকেই।
আরও পড়ুন দ্য কাশ্মীর ফাইলস, সেন্সর বোর্ডের কাঁচিতে কাটছাঁট সাত আপত্তিকর দৃশ্য
প্রথম সিরিয়ালের পরিচালক-প্রযোজকদের নিজের চোখেই কাস্টিং কাউচ দেখতে চাওয়ার ঘটনা পরিস্কার প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার বিস্ফোরক অভিযোগ ‘কী আর বলি! জীবনের প্রথম ধারাবাহিকে কাজ করতে এসেই যা অভিজ্ঞতা হল! সহ-অভিনেতাদের কারও সঙ্গে কোনও সমস্যা হয়নি। বরং আমায় উত্ত্যক্ত করে ছেড়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকরা। সমানে ফোনে খারাপ খারাপ মেসেজ আসত।’ অভিনেত্রী আরও বলেন ‘সে সব প্রস্তাবে রাজি না হওয়ায় সেটে সাংঘাতিক হেনস্থা করা হচ্ছিল আমাকে। ভয়ে জড়োসড়ো হয়ে কাটাতাম। বাড়ি ফিরে এসে কাঁদতাম (Priyanka Mitra) । এ সবের জন্যই সরে যেতে হয়েছিল ওই ধারাবাহিক থেকে। টানা দুটো বছর আর ইন্ডাস্ট্রিতে ফেরার সাহস দেখাইনি।’ তবে অনেকটা বদলে গিয়েছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার কথায় ‘এই অভিজ্ঞতাটা মানসিক ভাবে আমায় অনেকটা শক্ত করেছে। এখন আর কাউকে ভয় পাই না, কাঁদিও না। স্পষ্ট কথা স্পষ্ট করে বলি।’