Punjab Assembly Election 2022 : পাঞ্জাবের নয়া অভিভাবক ভগবন্ত মান, পাঞ্জাবে ঝাড়ুতেই সাফ বাকি সব

জল্পনা ছিল, আর আজ তা সফল হল। এক্সিট পোলের পর আজ গননা নির্দেশে আম আদমিকেই ভরসা করল পাঞ্জাব ( Punjab Assembly Election 2022)। পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী  ভগবন্ত সিং মান। একবার সুযোগ কেজরিবালকে-ভগবন্ত মানকে, এই স্লোগান একেবারে সফল। মঞ্চে নিজের মায়ের সাথে দাঁড়িয়ে প্রায় কেঁদেই ফেললেন ভগবন্ত। 

এত দিনের চিন্তার অবশান। দন্দ- বির্তক শেষে আর কিছুক্ষন পর শুরু হবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা ( Punjab Assembly Election Results 2022)। সব জল্পনার অবশান ঘটিয়ে প্রকাশ হবে নির্বাচনের ভল। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বুথফেরত সমীক্ষা। তাতে দেখা গিয়েছে, পঞ্জাবে উঠতে পারে বাড়ুর ঝড়। জনমতে আম আদমি পার্টিয-র দিকেই পাল্লা ভারী থাকায় খুশি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত সিং মান। বাড়িতে চলছে বিরাট আয়োজন,  চলছে উৎযাপনের প্রস্তুতি। এক সংবাদমাধ্যমের ভিজ্যুয়ালগুলি থেকে দেখা যাচ্ছে যে, এক্সিট পোলগুলি পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের দলের জন্য জয়ের পূর্বাভাস দেওয়ার পরে আম আদিম পার্টি- এর বিজয়ের প্রত্যাশায় সাঙ্গরুরে ভগবন্ত মান-এর বাড়িতে দৈত্যাকার খাবারে জিলিপি তৈরী করা হচ্ছে। ভগবন্ত মান সাঙ্গরুরের গুরুদুয়ারা গুরসাগর মাস্তুয়ানা সাহেবে প্রার্থনা করেন।

Assembly Election Results 2022ভোট গণনা ( Punjab Assembly Election Results 2022) শুরুর আগেই, গত বুধবার তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বা সিএম-র অর্থ হল কমন ম্যান। আমাদের দল যদি ক্ষমতায় আসে এবং আমি মুখ্যমন্ত্রী হই, তবুও আমি এক সাধারণ মানুষই থাকব। তাতে কোনও পরিবর্তন আসবে না।”  মুখ্যমন্ত্রী পদ পেলে সর্বদা সংবাদের শিরোনামে এবং লোকচক্ষুতে থাকতে হয়, তা নিয়ে তিনি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন, এক সংবাদমাধ্যম থেকে এই  প্রশ্ন করা হলে প্রাক্তন কৌতুক অভিনেতা ভগবন্ত সিং মান বলেন, “খ্যাতি বরাবরই আমার জীবনের অংশ হিসাবে রয়েছে। তাই এই বিষয় নিয়ে আমি চিন্তিতও নই এবং তা আমার মাথায় চড়ে বসতে দেব না।” পাঞ্জাবের এক্সিট পোলের একটি সমীক্ষা দেখায় যে আম আদমি পার্টি রাজ্যে সর্বাধিক আসন জিতবে।অ্যাস্বেম্লি পোল এ দেখা যাচ্ছে এখন মোট ১১৭টি আসনের মধ্যে ৯০ টি আসনে এগিয়ে আছে আম আদিম পার্টি  (Punjab Assembly Election 2022)। সেই দিক দিয়ে পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চারঞ্জিত সিং চান্নি কংগ্রেসের প্রত্যাশী হিসেবে অনেক পিছিয়ে । এবং দিল্লির বিভিন্ন দপ্তরে শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ আড়ম্বর পাঞ্জাবি রাস্তাতেও চলছে ঢোল তাশা নাগারা নিয়ে চলছে ভাংড়া।

আরও পড়ুন- কিভাবে ভারতের সর্ববৃহৎ দল হয়ে উঠলো বিজেপি, জেনে নিন মোদী ম্যাজিক
আরও পড়ুন- শ্রীশান্তের টুইটে ক্রিকেট বিদায়ের বিষাদের সুর, সমব্যাথি ভাজ্জি,রায়না




Leave a Reply

Back to top button