অস্তিত্ব সংকটের মুখোমুখি গান্ধী-নেহেরুর দল, আপের ঝাড়ুর বাতাসে উড়ে গেল হাত

গোটা দিনটা কেটে গেল একাধিক সংখ্যার মধ্যে দিয়ে। চলতি বছরের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যেন সরগরম পরিস্থিতি তৈরি করে ছিল দেশ জুড়ে। তবে এখন পরিস্থিতি অনেকটা শান্ত। আসলে আজ ছিল যুদ্ধ সমাপ্তির দিন। মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা ফলাফল প্রকাশ পেয়েছে খাতায় কলমে। ফলাফলের কাঁসর সকলের সামনে তুলে ধরেছে জয়ীকে। পাঁচ রাজ্যের মধ্যে চারটিতে ( Punjab Assembly Election 2022 Result ) ফুটে উঠেছে পদ্ম। দেশ জুড়ে যেন আনন্দের রব তৈরি হয়ে গিয়েছে কর্মীদের মধ্যে। দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ যেন কোথাও একটা হারিয়ে গিয়েছে। মানুষের মধ্যে থেকে উঠে আসা বিরোধী কণ্ঠগুলোও আজ কেমন চুপ।

Punjab Assembly Election 2022 Resultতবে এই সব কিছুর মাঝে আজ নিজের ঘরের দরজা যেন বন্ধ করে দিয়েছেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের মতোই এবারের নির্বাচনে আরেকটি হটস্পট ছিল পাঞ্জাব। আপ আর কংগ্রেসের দড়ি টানাটানি যেন মাতিয়ে রেখেছিল রাজ্যবাসীকে। কার হাতে যাবে পাঞ্জাব ( Punjab Assembly Election 2022 Result ) শাসনের দড়িটি এই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে। অবশেষে আজ সব কিছুই স্পষ্ট। দিল্লির মতোই পাঞ্জাবের শাসকের সিংহাসন ছিনিয়ে নিল অরবিন্দ কেজরিওয়াল। আম আদমির সঙ্গে রণক্ষেত্রে প্রাণ গেল কংগ্রেসের। বহু দশক ধরে পাঞ্জাবের গদি দখল করে রেখেছিল কংগ্রেস সরকার। রাজস্থান ও ছত্তিশগড়ের মতোই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলতে পাঞ্জাবকে চিহ্নিত করা হত। কিন্তু আজ যেন নির্বাচনী ঝড়ে নিঃস্ব হয়ে গেল কংগ্রেস। পাঞ্জাবের মাটির ভিতর অবধি যে শাখা-প্রশাখা ছড়িয়ে ছিল, আজ তা মাটি উপড়ে পড়ে রয়েছে।

আরও পড়ুন…Punjab Assembly Election 2022: পাঞ্জাবে কেন চলল ঝাড়ু, জেনে নিন কেজরিবালের এক্স-ফ্যাক্টর

দেশ জুড়ে গেরুয়া ঝড়ের প্রভাবে অনেক আগেই নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে যায় কংগ্রেস। এই বিধানসভা নির্বাচনের আগে মাত্র ৩টি রাজ্যে নিজেদের সরকার গঠন করে রাখতে পেরেছিল কংগ্রেস। কিন্তু আজ সেই টুকুও তলানিতে। দেশের প্রধান বিরোধী দল হয়েও নিজেদের অস্তিত্বকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে তাঁরা। উল্লেখ্য, এদিন ৯২ বিধানসভা আসনে পাঞ্জাবের স্টেয়ারিং ধরল আম আদমি পার্টি। বহুকালের রাজনৈতিক সমীকরণকে ভেঙে পাঞ্জাবের গদি দখল করল আম আদমি পার্টি। এ যেন এক অদ্ভুত পালাবদল। রাজ্যে উন্নয়নের জোয়ার আনার প্রতিশ্রুতি মাধ্যমে গঠিত হল আম আদমি পার্টির সরকার। মূলত, বর্তমানে দিল্লির আম আদমি পার্টির মডেল দেশ জুড়ে ভীষণ ভাবে সুনাম কামাচ্ছে। আর এই সুনামকেই নিজের রাজনৈতিক ( Punjab Assembly Election 2022 Result ) উন্নতির কাজে লাগাচ্ছে অরবিন্দ। অবশ্য এই প্রসঙ্গে দেশের নানা বিরোধীদের মন্তব্য, দিল্লি মডেলের গোটাটাই জুমলা। কেজরিয়াল যতটা পরিমাণ উন্নতির কথা বলেছিল, তার সিকি ভাগও করেনি। নিজের প্রচারের জন্য যতটা প্রয়োজন ততটার উপরেই জোর দিয়েছে সে।




Leave a Reply

Back to top button