হাওড়া-শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন! অমৃতসরের ‘রেল রোকো’ আন্দোলনে দেশজুড়ে ব্যহত রেল পরিষেবা

অমৃতসরের 'রেল রোকো' আন্দোলনের ফলস্বরূপ হাওড়া-শিয়ালদা শাখায় বাতিল হল একাধিক দূরপাল্লা ট্রেন।

পূর্বাশা, হুগলি: বৃহস্পতিবার থেকে ‘রেল রোকো’ কর্মসূচি শুরু হয়েছে পাঞ্জাবের অমৃতসরে। পাঞ্জাব
প্রদেশের কৃষকদের একাংশ আয়োজন করেছে এই কর্মসূচি। অমৃতসরের এই আন্দোলনে যুক্ত হয়েছে ১৯ টি কৃষক সংগঠন। আর এই কর্মসূচির জেরে দেশজুড়ে ব্যহত ট্রেন চলাচল। একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি বদলে দেওয়া হয়েছে রেল রুট। হাওড়া ও শিয়ালদা শাখায় তেমনই পরপর ট্রেন বাতিলের ঘোষণা হল।

India,Indian Railway,Rail Roko,Howrah Station,Sealdah Station,Train Cancel

পাঞ্জাবের এই ‘রেল রোকো’ আন্দোলনের জেরে অমৃতসর জংশনে সম্পূর্ণ বন্ধ রেল পরিষেবা। এছাড়া লুধিয়ানা, ধুরি, জাখাল, রাজপুরা ও ভাতিন্ডা জংশনে ট্রেন চলাচল ব্যহত হওয়ার খবর মিলছে। পশ্চিমবঙ্গের হাওড়া জংশন থেকে বাতিল হয়েছে ওই রুটের বেশ কিছু ট্রেন। অমৃতসর এক্সপ্রেস, কালকা নেতাজি এক্সপ্রেস বাতিল। শিয়ালদা থেকে বাতিল অমৃতসর এক্সপ্রেস। আর কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস বাতিলের ঘোষণা করা হয়েছে। এভাবে পরপর ট্রেন বাতিল হওয়ায় সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ।

India,Indian Railway,Rail Roko,Howrah Station,Sealdah Station,Train Cancel

প্রসঙ্গত, বন্যার ফলে পাঞ্জাবের কৃষিতে যে ক্ষতি হয়েছে তার জন্য আর্থিক সাহায্যের দাবি করেছেন পাঞ্জাব প্রদেশের কৃষকেরা। পাশাপাশি, এমএসপি ও ঋণ মকুবের দাবি তোলা হয়েছে। আর এই দাবি
পূরণে এবার ‘রেল রোকো’ কর্মসূচির আয়োজন। যার ফলে দেশজুড়ে ব্যহত রেল পরিষেবা।




Leave a Reply

Back to top button