UP Police : “ঝুঁকেগা নেহি” ফিল্মি কায়দায় পাচারকারীদের পাকড়াও করলো ইউপি পুলিশ

রিমা শিয়ালী, কলকাতা: আজকের এই দুনিয়ায় লক্ষাধিক মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে বিভিন্ন ধরনের চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ। কবীর সিং থেকে শেরশাহ, সব ধরনের চলচ্চিত্রই ( UP Police ) মানুষের মনে পরবর্তীকালে ওই সকল ছবির মূল চরিত্রের মত হয়ে ওঠার ইন্ধন যোগাচ্ছে। সম্প্রতি প্রকাশ পাওয়া পুষ্পা: দ্য রাইজ ছবিটিও-এর ব্যতিক্রম নয়। ছবিটি দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্নস্থানে চলছে কাঠের পাচার ( UP Police ) । মহারাষ্ট্রের পর এবার উত্তরপ্রদেশের সাহারানপুরে চন্দন কাঠ পাচার করতে গিয়ে গ্রেফতার হয় দুই যুবক। গত সোমবার টুইট করে ঘটনাটি জানান উত্তরপ্রদেশ পুলিশ(UP police)।

পুষ্পা দ্য রাইজ ছবিটি গত বছর ডিসেম্বর মাসে প্রকাশ পায়। মূলত লাল চন্দন পাচারকে কেন্দ্র করেই তৈরি হয় সিনেমাটি। ছবিটিতে পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা আল্লু অর্জুন। অ্যাকশন ড্রামাটি এতটাই সাফল্য অর্জন করে যে, প্রকাশ পাওয়ার এক সপ্তাহের মধ্যেই ছবিটি প্রায় ২০০ কোটির কাছাকাছি আয় করে ফেলে।

Up police

সাধারণত যখনই কোনো আইন প্রয়োগকারী সংস্থা এক যুগান্তকারী ঘটনা ঘটায়, তারা সবসময়ই সে বিষয়ে একটি ছোটখাটো বিবৃতি প্রকাশ করে। এমনই এক বিবৃতি প্রকাশ করে উত্তরপ্রদেশ পুলিশও ( UP Police ) । তবে বিবৃতিটিতে ছিল সম্পূর্ণ ফিল্মি কায়দায় ছোঁয়া। সাহারানপুরের লাল চন্দন পাচারকারীদের গ্রেফতার উত্তরপ্রদেশ পুলিশের ( UP Police ) অন্যতম সাফল্য ছিল। ৭ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার উত্তরপ্রদেশ পুলিশ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করে। সম্প্রতি প্রকাশ পাওয়া জনপ্রিয় ছবি পুষ্পা দ্য রাইজ এর একটি ছোট ভিডিও পোস্টটিতে তুলে ধরা হয়। ছবিটি যেহেতু সম্পূর্ণই চন্দন কাঠ পাচারের উপর ভিত্তি করে তৈরি সেহেতু উত্তরপ্রদেশ পুলিশ এই সুযোগকে কাজে লাগায় এবং তাদের যুগান্তকারী সাফল্যের কথা ওই ছবির একটি দৃশ্যে দ্বারা ব্যক্ত করে।

আরও পড়ুন….Web Series : মিলতে পারে ঐশ্বরিক ক্ষমতা, ওয়েব সিরিজ দেখে কলকাতার ১১ তল থেকে ঝাঁপ কিশোরের

আরও পড়ুন…Online Dating app : ‘টাইম পাস’ নয়, অতিমারি আবহে অর্ধেক মানুষই চান খাঁটি প্রেম! বলছে সমীক্ষা

সময়ের সাপেক্ষে ভিডিওটি আদতেই খুবই ছোট ছিল যা শুরু হয়েছিল ছবিটির অভিনেতা আল্লু অর্জুনের একটি শট দিয়ে। দৃশ্যে অভিনেতা বলছিল “পুষ্পা রাজ, মে ঝুকেগা নেহি।” এবং এই দৃশ্যের প্রত্যুত্তরেই ভিডিওটিতে দেখা যায় আরও একটি উক্তি “পুলিশ শুন কে মামু সামঝা হে ক্যাঁ? ইউপি পুলিশ হে মে।” ভিডিওটির পরবর্তী অংশে এক নাটকীয় সঙ্গীত আবহের সঙ্গে দেখানো হয় যে ইউপি পুলিশ ( UP Police ) ১১০৫০ কেজি লাল চন্দন পাচারকারী দুজন যুবককে গ্রেফতার করেছে। এবং ওখানে প্রায় ২০ লক্ষ টাকার চন্দন কাঠ ছিল। এছাড়াও ভিডিওটির ক্যাপশনে ছিল “মাল মিলেগা অর পুষ্পা ভি মিলেগা।”

৭ ফেব্রুয়ারি ২৬ সেকেন্ড ব্যাপী ভিডিওটি টুইটারে আপলোড হওয়ার কিছু মুহূর্তের মধ্যেই “পুশিং পুষ্পা বিহাইন্ড বারস্” হ্যাশট্যাগে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে ৪,৬৬,০০০ এর কাছাকাছি ভিউ এবং ২৮,৮০০ লাইক পড়ে। টুইটার ব্যবহারকারীরা উত্তর প্রদেশে পুলিশের নেওয়ার এরূপ পদক্ষেপ এবং বুদ্ধিমত্তাকে বাহবা জানায়।




Leave a Reply

Back to top button