কেন করেননি এখনও বিয়ে? জবাব দিলেন রাহুল

রাহুলের জবাব, “সত্যি বলতে গেলে এই মুহূর্তে আমি নিজের দল কংগ্রেসকে নিয়ে ব্যস্ত। তাছাড়াও নিজের অন্যান্য কাজ নিয়েও ব্যস্ত আছি।”

শুভঙ্কর,নয়া  দিল্লী : কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকারকে কড়া জবাব দেওয়া হোক কি মানুষের সাহায্যে হাত বাড়ানো, সবকিছুতেই নাম আগে থাকে ৫৩ বছর বয়সী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। বরাবরই সোনিয়া গান্ধীর পুত্রকে সংসদের ভিতরে এবং বাইরে দাপুটে মেজাজে দেখা গেছে। ‘ভারত জোড় যাত্রা’র মতো এক লম্বা সফর করে তিনি দেশবাসীকে দেখিয়ে দেন বিজেপিকে একমাত্র কড়া জবাব দিতে পারে কংগ্রেস। এমনকি মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠানোর জন্য তাঁর বিরুদ্ধে রীতিমতো মামলা করা হয়েছিল। যদিও তাতেও থেমে যায়নি রাহুল। তিনি নিজের লড়াই আজও চালিয়ে যাচ্ছেন। তবে সাহসী রাহুল এখনও বসেননি বিবাহের মন্ডপে। গান্ধী পরিবারের স্ট্রংম্যানকে এই প্রশ্ন করায়, তিনি নানা রকমভাবে হাসি মজার ছলে উড়িয়ে দিয়েছিলেন প্রশ্নটি। এবারেও ঘটলো একই কান্ড।

দিন কয়েক আগে রাহুল জয়পুরের মহারানি কলেজের ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থিত হন। সেই ভিডিওটি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ছেড়েছিলেন। সেখানে কংগ্রেস নেতাকে জাতীয় রাজনীতি ঘিরে বিভিন্ন প্রশ্ন করা হয়। তার মধ্যে থেকে উঠে আসে ‘আপনি এখনো বিয়ে করেননি কেন’ প্রশ্নটি। প্রশ্নটি রাজনৈতিক একেবারেই নয়, তবুও উত্তর দিয়েছিলেন তিনি। প্রশ্ন করা হয় উনি স্মার্ট ও দেখতে সুন্দর হওয়া সত্ত্বেও বিয়ে কেন করেননি। এই প্রশ্নে রাহুলের জবাব, “সত্যি বলতে গেলে এই মুহূর্তে আমি নিজের দল কংগ্রেসকে নিয়ে ব্যস্ত। তাছাড়াও নিজের অন্যান্য কাজ নিয়েও ব্যস্ত আছি।”

INC,Rahul Gandhi,Jaipur,Congress leader,Marriage

এখানেই শেষ নয়, কংগ্রেস নেতাকে আরও প্রশ্ন করা হয় তিনি কি খেতে ভালোবাসেন এবং তাঁর প্রিয় হলিডে ডেস্টিনেশন সম্পর্কে। এমনকি তিনি নিজের ত্বকের যত্ন কিভাবে নেন সেই প্রশ্নও করা হয়। তবে এই ব্যক্তিগত প্রশ্নগুলি ছাড়াও, কংগ্রেস নেতা বিশ্বের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের অবদান তুলে ধরেন। পাশাপাশি তিনি আরও জানান যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে পুরুষদের তুলনায় মহিলাদের অবদানও কোন অংশে কম ছিল না।




Leave a Reply

Back to top button