Rahul Gandhi : বর্তমান ভারত ব্যর্থ, সরাসরি নিশানায় মোদী সরকার

রাখী পোদ্দার, কলকাতা : বাজেট ( Budget 2022) অধিবেশনে নিজের বক্তব্য পেশ করার সময় মোদী সরকারের ( Modi Parliament) উদ্দেশ্যে তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী ( Rahul Gandhi)। বাজেট থেকে শুরু করে বিদেশ নীতি সবকিছু নিয়েই এদিন কটাক্ষ করেছিলেন তিনি। এরপর তাঁর বক্তৃতা শেষ হওয়ার পরই একের পর এক কেন্দ্রীয় নেতারা টুইট ( Tweet) করে সমালোচনা করেন রাহুলের বিরুদ্ধে। সমালোচনার শীর্ষে উঠে আসে সংসদে রাহুলের বলা বক্তব্যগুলো। দেশের গন্ডি পেরিয়ে এবার আমেরিকাও ( America) করল রাহুলের ( Rahul Gandhi) বক্তব্যের বিরোধিতা।

Rahul Gandhi

Rahul Gandhi : রাহুলের বক্তব্য –

বক্তব্যে রাহুল ( Rahul Gandhi) বলেন, ভারতের উচিৎ চিন (China) ও পাকিস্তানকে ( Pakistan) দূরে রাখা। কিন্তু সেটি করতে ভারত ব্যর্থ হয়েছে। জম্মু ( Jammu) ও কাশ্মীর ( Kashmir) নীতির জন্য চিন ও পাকিস্তান কাছাকাছি এসেছে। এটি কৌশলগত দিক থেকে ভারতের একটি বড়ো ভুল। তিনি তাঁর ভাষণে কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের কথাও উল্লেখ করেন। তিনি বলেন জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হল এই সরকারে বড় ভুল।এছাড়াও তিনি আরও বলেন, প্রজাতন্ত্র দিবসের ( Republic Day) দিন এবার দেশে কোনও বিদেশী অতিথি উপস্থিত ছিলেন না। কারণ এই উপমহাদেশে ভারত তার প্রতিবেশী দেশগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মনে রাখতে হবে নেপাল ( Nepal), আফগানিস্থান ( Afghanistan) ও চিনের ( China) মতো দেশ ভারতকে ঘিরে রেখেছে। এটি ভারতের জনগণের বিরুদ্ধে একটি অপরাধ। তিনি আরও বলেন, চিন ও পাকিস্তান একসাথে পরিকল্পনা করছে। প্রতিবেশী এই দেশদুটি নিজেদের অস্ত্র সম্ভারও ক্রমশই বাড়াচ্ছে। যা দেশের জন্য যুদ্ধের হুমকির বার্তা নিয়ে আসছে।

Rahul Gandhi : বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাল্টা আক্রমণ –

অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ( S Jayashankar) রাহুল গান্ধীকে ( Rahul Gandhi)কটাক্ষ করে টুইটে লেখেন, “লোকসভায় রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার নাকি চিন ও পাকিস্তানকে কাছাকাছি এনেছে। মনে হয় উনি কিছু ইতিহাস জানেন না। ১৯৬৩ সালে শাকগ্রানম উপত্যকা চিনকে বেআইনি ভাবে হস্তান্তর করে পাকিস্তান। ১৯৭০ সালে চিন পাক অধিকৃত কাশ্মীর দিয়ে কারাকোরাম হাইওয়ে তৈরি করে। সত্তরের দশক থেকেই এই দুই দেশের মধ্যে পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা গড়ে উঠেছে। ২০১৩ সালে চিনা-পাকিস্তান অর্থনৈতিক করিডরের কাজ শুরু হয়েছিল। সুতরাং আপনি নিজেকে প্রশ্ন করুন, তখন কি চিন এবং পাকিস্তান দূরে ছিল?”এছাড়াও রাহুল গান্ধীর ( Rahul Gandhi) প্রজাতন্ত্র দিবসে বিদেশী অতিথি না আসার মন্তব্যের ভিত্তিতেও এস জয়শঙ্কর বলেন, আমরা প্রজাতন্ত্র দিবসে বিদেশি অতিথি আনতে পারিনি করোনা আবহের কারণে। যারা ভারতে থাকে তারা জানেন যে ভারতে করোনা পরিস্থিতির কি অবস্থা। যে ৫ জন এশিয়ান প্রেসিডেন্টদের আসার কথা ছিল, তাদের সঙ্গে ২৭ জানুয়ারি ভার্চুয়াল বৈঠক ( Virtual Meeting) হয়েছে। এটাও কি ওনার চোখ এড়িয়ে গিয়েছে?” এছাড়াও বিদেশমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু ( Kiran Rijiju), অসমের ( Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ( Himanta Bishwa Sharma) সংসদে রাহুল গান্ধীর বক্তৃতা নিয়ে টুইটে সমালোচনা করেছেন।

 




Leave a Reply

Back to top button