কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধীই বললেন অশোক গেহলট

জোট গঠনের সময় কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল তারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরবেনা। তবে একটি অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে বাকি বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলা হয়েছে।

শুভঙ্কর, নয়া দিল্লি: দেশে এক নায়কতন্ত্র চলছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বলা হলেই বিভিন্ন তদন্তকারী সংস্থা লাগিয়ে দেওয়া হচ্ছে বিরোধী দলগুলোর পেছনে। এমনই অভিযোগ তুলে একছাতার তলায় এসেছে দেশের প্রায় সব বিরোধী দল। তৈরি করেছে ‘ইন্ডিয়া’ জোট। দুয়ারে এখন লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে বিজেপিকে হারাতে দলবদ্ধ হয়েছে তারা। এই জোটের শুরুতেই কংগ্রেসের তরফ থেকে বলা হয় তারা এই নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরবেন না। তবে সময় যত গড়াচ্ছে পরিস্থিতির বদল হচ্ছে। এবার কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অন্য কথা বলে বসলেন। তিনি জানান কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছে। এই বিষয়ে সমস্ত বিরোধী দলগুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার একটি সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত হন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সেখানে তিনি আসন্ন লোকসভা নির্বাচন ও ইন্ডিয়া জোটের প্রস্তুতির সম্পর্কে কথা বলেন। লোকসভা ভোটকে কেন্দ্র করে এই জোট তৈরি হয়েছে তার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “ সাধারণত প্রতিটি নির্বাচনেই স্থানীয় বিভিন্ন ইস্যু ওপর ভিত্তি করেই ভোট হয়। তবে বর্তমানে দেশের যা অবস্থা বিরোধী দলগুলোর ওপর যে পরিমাণে চাপ সৃষ্টি করা হচ্ছে সঙ্গে জনসাধারণের প্রত্যাশা ও তাদের চাপের উপর ভিত্তি করেই এই জোট তৈরি করা হয়েছে”। এত অবধি ঠিক ছিল। এরপরেই বাঁধে-বিপত্তি। তাকে প্রশ্ন করা হয় বিরোধী জোটের পক্ষ থেকে কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে। প্রশ্নের উত্তরে অশোক জানান, “ কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীকেই তুলে ধরা হচ্ছে। এই বিষয়ে বাকি বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

INDIA alliance,Congress,Ashok Gehlot,Lok Sabha Election 2024,Rahul Gandhi

এই অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তোপ দাগেন তিনি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর এত ঔদ্ধত্য দেখানো উচিত নয়। ২০১৪ সালে মাত্র ৩১ শতাংশ ভোট নিয়ে তারা এসেছিল। বাকি ৬৯ শতাংশই ভোটই তাঁর বিরুদ্ধে ভোট ছিল। কংগ্রেসের জন্যই ২০১৪ সালে প্রধানমন্ত্রী হন মোদি”। আগামী লোকসভায় বিজেপি পঞ্চাশ শতাংশের ভোট পাবে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ যে সময় মোদীর জনপ্রিয়তা তুঙ্গে ছিল সেই সময়ই বিজেপি ৫০ শতাংশ ভোট পায়নি তো এখন মোদীর জনপ্রিয়তা নিচের দিকে। লোকসভা নির্বাচনই ঠিক করবে প্রধানমন্ত্রীকে হবে”।




Leave a Reply

Back to top button