জলন্ত বাড়িতে ঢুকে বাঁচালেন একরত্তির প্রাণ, পুলিশকর্মীর কাজে শিহরিত নেটিজেনরা

প্রিয়া ধর, কলকাতাঃ আগুনের বলয়গ্রাসে চারিদিকে বিপর্যস্ত। চারিদিকে শুধু আগুনের ফুলকি আর ছাই। আগুনের স্তূপের মধ্যে থেকেই ভেসে আসছে একটি মহিলা ও শিশুর কান্নার আওয়াজ। আর এই আওয়াজ শুনে নিজেকে স্থির রাখতে পারেননি এক পুলিশ অফিসার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন সেই আগুনের গোলার মধ্যে। উদ্ধার করে আনেন সেই মা ও শিশুটিকে আরেকটু হলেই প্রাণটুকু থাকত না মা ও শিশুটির। এটি কোনও সিনেমার গল্প নয়।

বাস্তবেই এইভাবে সুপারহিরোর মত নিজের জীবন বাজি রেখে মা শিশুকে উদ্ধার করেছে পুলিশকর্মী নেত্রেশ শর্মা ( police constable Netresh Sharma )। এখন নেট দুনিয়ায় তিনিই সুপারহিরো। মানবতা যে আজও বেঁচে আছে তা এই মানুষটির হাত ধরে আরও একবার প্রমাণিত হল। দিন কয়েক আগেই ঘটনার সূত্রপাত। রাজস্থানের কারাউলি নামক স্থানে হিন্দু নববর্ষ উদযাপিত হয়, সেখানেই মুসলিম সংলগ্ন এলাকা থেকে দাঙ্গা তৈরি হয়।

আরও পড়ুন…………সামন্তার মতই একেবারে লাস্যময়ী, ‘সামি সামি’ গানে তুমুল নাচলেন রচনা

এরপর দুপক্ষের মধ্যে তুমুল অশান্তি হয় একপর্যায়ে ভয়ানক দাঙ্গা লেগে যায়। এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে স্থানিয় দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফলে মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। শুধু দোকানেই থেমে থাকেনি, সর্বগ্রাসী আগুন বসত বাড়ি পর্যন্ত চলে যায়।

এখানেই ঘটে দুর্ঘটনা। একসময় এই আগুনের আঁচ পাশেই একটি বাড়িতে পৌঁছে যায়। সেখানে চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। তখনই মা ও শিশুর আর্তনাদ শোনা যায়। এই চিৎকার শুনেই সংশ্লিষ্ট পুলিশকর্মী ঐ মা ও ছেলেকে উদ্ধার করে আনে।

আরও পড়ুন…………স্বল্প পোশাকে ওয়ার্ক আউট, ত্রিধার হট ও সেক্সি ট্রাকসুট ঘুম কেড়েছে নেটবাসীর

ইতিমধ্যেই পুলিশের এই সাহসী মানসিকতার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকার নেত্রশকে পুরস্কৃত করার চিন্তা ভাবনা করছে। নেটিজেনরাও তাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।




Leave a Reply

Back to top button