গান্ধী নয়! ভারতীয় নোটে ফুটবে রবীন্দ্রনাথ-আব্দুল কালামের ছবি, বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

চিরকাল ধরে পকেটের মধ্যে থাকা টাকার নোটটায় ডানদিক(পরে বাঁ দিক) ঘেঁষে মহাত্মা গান্ধীর ছবি দেখেছে ভারতবাসী। আর অভ্যস্থ হয়েছে তাতেই। তবে নানা সময় নানা গুঞ্জন মাথা চাড়া দিয়ে জানিয়েছে, মহাত্মার গান্ধীর পরিবর্তে দেখা যাবে অন্য মনীষিদের। কিন্তু, দিন শেষে এমনটা কিছুই হয়নি। নানা সময় চাগাড় দিয়েছে মহাত্মা গান্ধীর পরিবর্তে নেতাজী সুভাষের(Netaji Subhas Bose) ছবি বসানোর দাবি। কিন্তু, তাও পূরণ হয়নি কখনও। তবে এবার পরিস্থিতি অনেকটা আলাদা। কোনও জোড়ালো দাবি নয়, খোদ রির্জাভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া পরিবর্তন করতে পারে বলে খবর।
মহাত্মা গান্ধীর পাশাপাশি ছাপা হতে পারে অন্য মনীষিদের ছবি অচিরেই এমনটাই আভাস পাওয়া গিয়েছে আরবিআই তরফে। আর এই মনীষিদের তালিকায় রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর(Rabindranath Tagore) ও প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালাম(Ex. President APJ Abdul Kalam)। এবং সেই বিষয়ে ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে দেশের সর্বোপরি রিজার্ভ ব্যাংক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। আসন্ন পরিবর্তনে কাগজের নোটে প্রাথমিকভাবে এই দুই মনীষিকেই নির্বাচন করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে আরবিআই সূত্রে খবর, আগামী দিনে এই কাজ সফল হলে স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী বিশেষ ব্যাক্তিদের সম্মান জানিয়ে ভারতীয় নোটে চিত্র ছাপা হবে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষেই এই সকল সিদ্ধান্ত।
উল্লেখ্য, এর পিছনে আবার রাজনৈতিক স্বার্থ ওতপ্রোত ভাবে জড়িত বলে মতামত অনেকের। অনেকে মনে করছেন, দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের মতো গেরুয়া শিবিরের প্রাতঃস্মরণীয় মুখগুলি ফুটে উঠবে নতুন ভারতের নতুন মুদ্রায়। কেবল বিতর্ক এড়াতে ও আগামী দিনে প্রতিকূলতাগুলিকে সামলাতে অন্যান্য মনীষিদের ছবি ব্যবহার করছে কেন্দ্র সরকার। তবে এই তর্ক নিয়ে কোনও প্রকার উচ্চবাচ্য করতে নারাজ শাসক শিবির।
ইতিমধ্যে দেখা গিয়েছে, পার্টির প্রয়াত ও চর্চিত নামে নানা প্রকল্প চালাচ্ছে শাসক শিবির। সেই ভিত্তিতেই দেখতে গেলে, অন্য মনীষিদের পাশাপাশি হয় তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিংবা সাভারকারের মতো মুখ ফুটে উঠতে পারে ভারতীয় নোটে, এমনটাই মতামত অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, স্বাধীনতার পরও দেশে ব্রিটিশ সরকারের তৈরি নোটই চলত। মহাত্মা গান্ধীর মৃত্যুর পর কাগজের নোটে তাঁর ছবি ব্যবহার নিয়ে বেশ সমস্যার সৃষ্টি হয়েছিল। শুরুর দিকে অশোকস্তম্ভের ছবি দেখা যেত। ১৯৬৯ সালে সর্বপ্রথম রিজার্ভ ব্যাঙ্ক ১০০ টাকার কাগজের নোটে গান্ধীর ছবি বসায়। সেই থেকে এখনও পর্যন্ত আর কোনও মনীষীর ছবি নোটে স্থান পায়নি।