Republic Day 2022 : প্রজাতন্ত্র দিবসের বিশাল উদযাপন, আমন্ত্রিত অনেকে, একনজরে সবকিছু

সামনেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ( Republic day)। করোনা ( corona) আবহের জন্য গত দু’বছর বন্ধ ছিল প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022) উদযাপন। তবে এ বছর আবারও রাজধানীর রাজপথে দেখা যাবে প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022) উদযাপনের সেই সুন্দর দৃশ্য। তবে ২৬ জানুয়ারির এই দিনটি প্রথমেই প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022) পালিত হতো না।

Republic Day 2022

১৯৩০ সাল। ভারত তখনও ব্রিটিশ শাসকের অধীন। দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিচ্ছেন স্বাধীনতা সংগ্রামীরা। সেই সময় পন্ডিত জহরলাল নেহেরু ( sir Jawaharlal Nehru) পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়ার পরপরই ভারতবর্ষের ২৬ জানুয়ারি দিনটিকেই স্বাধীনতা দিবস ( independence day) হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু প্রায় দু’শো বছরের ব্রিটিশ শাসকদের হাত থেকে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতকে স্বাধীনতা এনে দিয়েছিল হাজার স্বাধীনতা সংগ্রামীর আমরণ প্রচেষ্টা ও বলিদান। এরপর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ডঃ বি আর আম্বেদকর রচিত সংবিধান গৃহীত হয় স্বাধীন ভারতের সংবিধান হিসেবে। সংবিধান গৃহীত হবার পর ১৯৩০ সালের প্রথম স্বাধীনতা দিবস পালনের ওই দিনটি অর্থাৎ ২৬ জানুয়ারির ওই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে প্রজাতন্ত্র দিবস ( Republic day ) হিসাবে ঘোষণা করা হয়। তবে জানেন কি কিভাবে পালন করা হয় এই প্রজাতন্ত্র দিবস , আসুন জেনেনিন।

Republic Day অনুষ্ঠান

প্রতিবছর ২৬ জানুয়ারি সকাল থেকেই শুরু হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। ভারতের রাজধানী নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় ওই দিনের মূল অনুষ্ঠান। ইন্ডিয়া গেটের সামনে কুচকাওয়াজ ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় প্রজাতন্ত্র দিবস। তবে ভারতের প্রতিটি রাজ্যের রাজধানীতেও জাঁকজমকের সাথে উদযাপন হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস।

Republic day উদযাপন

প্রজাতন্ত্র দিবসের ওই অনুষ্ঠানটি মূলত অনুষ্ঠিত হয় ভারতের রাষ্ট্রপতি সামনে। উপস্থিত থাকেন প্রধানমন্ত্রীর সাথে সাথে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। সেক্ষেত্রে রাজ্যগুলিতে রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। ওইদিন অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি ও রাজ্যপাল তিন বাহিনীর কাছ থেকেই অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় অন্য দেশের রাষ্ট্র প্রধানদেরকেও।

Republic Day 2022

Republic day তে উপস্থিত বিশেষ ব্যক্তিরা

ঐদিন ভারতীয় বায়ুসেনা, নৌসেনা আর সেনাবাহিনী জওয়ানরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত থাকে বিভিন্ন আধাসামরিক বাহিনী, বিভিন্ন নাচের দল, বিভিন্ন বিদ্যালয়ের অসংখ্য কৃতি পড়ুয়া। এরই সাথে ওই দিন ওখানে উপস্থিত থাকেন বিভিন্ন জাতীয় পুরস্কার যেমন – মহাবীর চক্র, পরমবীর চক্র, অশোক চক্র, এবং এছাড়াও বীরত্বের জন্য পুরস্কার পদক পাওয়া ব্যক্তিবর্গ। উপস্থিত থাকেন তাদের পরিবারের সদস্যরাও।

Republic day 2022 তে কি কি অনুষ্ঠান পালিত হয়

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি অমর জ্যোতি জাওয়ানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেখানেই জাওয়ানদের উদ্দেশ্যে ২ মিনিটের নীরবতা পালন করা হয়‌। এরপরই রাজধানী নতুন দিল্লিতে ইন্ডিয়া গেট ছাড়িয়ে রাস্ট্রপতির আবাসস্থল রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। এরপরই বায়ুসেনার পক্ষ থেকে আকাশে ওড়ানো হয় হেলিকপ্টার , যুদ্ধ বিমান, আর জেট বিমান। উত্তোলন করা হয় জাতীয় পতাকা। বিমানের সাহায্যে দর্শকদের উপর ছড়ানো হয় গোলাপের পাঁপড়ি। তিন রঙের ধোঁয়া বের করে আকাশে তৈরি করা হয় জাতীয় পতাকা। সাথে থাকে সশস্ত্র বাহিনীর জওয়ানদের দ্বারা অনুষ্ঠিত মোটরসাইকেলের ওপরে দেখানো নানা শো। বায়ুসেনার যুদ্ধবিমান এর সাহায্যে দেখানো হয় ফ্লাই প্যারেড। এছাড়া ঐদিন অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পড়ুয়াদের নানারকম নাচের অনুষ্ঠান ও গানের অনুষ্ঠানও। এর পাশাপাশি থাকে রাজ্যের থেকে বাছাই করা বেশ কিছু ট্যাবলো। যার মাধ্যমে রাজ্যের ইতিহাস ও সংস্কৃতি আর বিশেষত্ব তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিভিন্ন লোকসংস্কৃতির গান ও নাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের মতো ওই দিনটিতেও বন্ধ থাকে সরকারি এবং বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস বন্ধ , ব্যাংক, পোস্ট অফিস।

আরও পড়ুন : Weather Update : মাঘের শীত ফিরছে আবার, আবহাওয়ার চিত্র বদলাবে আজ থেকে




Leave a Reply

Back to top button