Republic Day 2022 : ভারতে পালিত হয় প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি, আর কোথায় পালিত হয় এই বিশেষ দিন এক নজরে জানুন

প্রজাতন্ত্র দিবসের ( Republic day) আজ দীর্ঘ ৭৩ বছর পূর্ণ হলো। প্রত্যেক বছর ২৬ জানুয়ারি সারা ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন ( celebration) করা হয়। সেই ১৯৫০ সাল থেকে শুরু করে আজ অব্ধি প্রতি বছর এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস ( Republic day) হিসেবে। এই বিশেষ দিনেই ১৯৫০ সালে ডঃ রাজেন্দ্র প্রসাদ গভর্নমেন্ট হাউসের দরবার হলে প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। কিন্তু একটা কথা জানলে অবাক হওয়াই চলে। শুধু ভারতেই নয় আরও অন্যান্য জায়গাতেও পালন করা হয় প্রজাতন্ত্র দিবস( Republic Day 2022 )। সেখানেও একই ভাবে উদযাপন করা হয় এই দিন। কোথায় জেনে নিন…
পাকিস্তানে Republic Day (2022)
ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। তারা ১৯৫৬ সালের ২৩ মার্চ একটি বিশেষ ঘোষণার মাধ্যমে নিজেদের প্রজাতন্ত্র বা ইসলামিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে। এর একটি প্রধান কারণ হিসাবে উঠে আসছে, অল ইন্ডিয়া মুসলিম লিগ ১৯৪০ সালের ২৩ মার্চ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য একটি সম্পূর্ণ পৃথক দেশের প্রস্তাব ঘোষণা করে। ঠিক এই কারণেই ২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস পালন করা হয়ে থাকে।
ইতালিতে Republic Day (2022)
ইতালির ক্ষেত্রে একটু অন্যরকম। এখানে রাজতন্ত্র পতনের দীর্ঘ ৮৫ বছর পর রিপাবলিক বা প্রজাতন্ত্র হওয়ার কথা ঘোষিত হয়। এই কারণেই ২ জুন ভীষণ গুরত্বপূর্ণ একটি দিন ইতালিয়ানদের কাছে। কারণ এই দিন ইতালির প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস পালন করা হয়ে থাকে।
তুরস্কে Republic Day (2022)
তুরস্কের ক্ষেত্রে ১৯২৩ সাল ২৯ অক্টোবর একটি বিশেষ দিন। কারণ এই দিনে তুরস্কের সংবিধান সংশোধন হাওয়ার পর শেষ অবধি দেশ রিপাবলিক হিসেবে পরিচিতি পেয়েছিল সারা বিশ্বের কাছে । ফলে ২৯ অক্টোবর তুরস্কে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে থাকে।
বসনিয়া ও হার্জেগোভিনাতে Republic Day (2022)
বসনিয়া এবং হার্জেগোভিনার এই দুই দেশে ৯ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় হয়। এর বিশেষ কারণ নব্বইয়ের দশকে মর্মান্তিক রক্তক্ষয়ী যুদ্ধের পর যুগোস্লাভিয়া ভেঙে গিয়েছিল। এবং এই দিনেই বসনিয়া ও হার্জেগোভিনা দেশের জন্ম হয়েছিল।
ঠিক এরকমই কিছু বিশেষ কারণের জন্য বহু দেশের সাথেই জড়িয়ে পড়েছে প্রজাতন্ত্র দিবসের নাম। যা তাদের দেশের ইতিহাসের পাতায় উজ্জ্বল ভাবে উল্লেখিত রয়েছে ।
আরও পড়ুন : Republic day 2022 : ৭৩তম প্রজাতন্ত্র দিবসে স্মৃতিচারণের পাতায় ভুলে যাওয়া স্বাধীনতা সংগ্রামীরা