Republic Day 2022 : দিল্লির আকাশে ট্যাবলোর সাথে কুচকাওয়াজ আনে উল্লাস, জেনে নিন ভারতের স্বর্ণ ইতিহাস

অহেলিকা দও, কলকাতা : আজ প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022)। স্বাধীন ভারতের ( In the history of independent India) প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে ( On the highways of Delhi) সুসজ্জিত সামরিক বাহিনীর প্যারেড অর্থাৎ কুচকাওয়াজ ( Parade) অনুষ্ঠিত হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু করে প্রতি বছর এই দিনে দেশ বিদেশের মানুষ সংবাদ মাধ্যমে এই কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রতিটি মূহুর্ত উপভোগ ( Enjoy) করেন।
রাইসিনা হিল থেকে শুরু করে রাজপথ, ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লা ( Red Fort) পর্যন্ত আট কিলোমিটার ধরে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হতো। কুচকাওয়াজ রাজপথের পরিবর্তে তৎকালীন ইর্ভিন স্টেডিয়ামে ( Erwin Stadium) অর্থাৎ বর্তমানে ন্যাশনাল স্টেডিয়ামে ( the National Stadium) আয়োজিত হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ( Flag hoisting) করেন মাননীয় রাষ্ট্রপতি ( Honorable President) । অংশ নেয় বিভিন্ন রাজ্যের ট্যাবলো। জেনে নিন ট্যাবলোর ইতিহাস।
Republic Day 2022 – ট্যাবলো
এই বছরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত নেতাজির স্মৃতি বিজড়িত ট্যাবলোর প্রস্তাব গ্রহণ করা হয়নি। এই ঘটনাটিতে অবশ্যই রাজনৈতিক মাত্রা যোগ দিয়েছে। এমনকি এখন এই ঘটনাটি আদালতে বিচারাধীন। এই ট্যাবলো বেছে নেওয়ার প্রক্রিয়া ১৯৫০ সাল থেকে প্রতি বছর একটি পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। তবে বাধ্যতামূলক নয় যে, সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের অংশগ্রহণ থাকতে হবে ট্যাবলোর মাধ্যমে।
প্রজাতন্ত্র দিবসের ( Republic day 2022) কুচকাওয়াজের জন্য ভারতের বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো বেছে নেওয়ার জন্য রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটি বিশেষ কমিটি। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন শিল্প, সংস্কৃতি, চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, স্থাপত্য, নৃত্যকলা এবং অন্যান্য বিভাগের প্রধান মানুষজন। কমিটির বিভিন্ন প্রস্তাব গ্রহণের আগে থেকেই দেখা হয় থিম, ধারণা, নকশা এবং ভিজুয়্যাল। প্রথম পর্যায়ে ট্যাবলোর যে প্রস্তাব বেছে নেওয়া হয় সেখানে যদি কোনো প্রয়োজন হয় তবে কিছু পরিবর্তনের কথা বলা হয় বিশেষ কমিটির তরফে। এমনকি নকশা অনুমোদনের পর ত্রি-মাত্রিক মডেল দেওয়ার কথা বলা হয়। তবে এই স্তরেও ট্যাবলোর অনুমোদন পাওয়া যায় না। বিভিন্ন দিক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণকারী ট্যাবলোগুলি।
Republic Day 2022 – আধুনিক ট্যাবলো
গত কয়েক বছরে আধুনিকতার প্রভাব পড়েছে ট্যাবলোর মধ্যেও। শুধুমাত্র প্রকৃতি, পরিবেশ সংরক্ষণ বা সবুজায়নের মতো বিষয় নয়, তার সঙ্গে রোবট, ভার্চুয়াল বাস্তবতার দিকও উঠে এসেছে। নিয়ম অনুসারে, ট্যাবলোর প্রত্যেক ট্রাক্টর ও ট্রেলরের মধ্যে ৬ ফিট দূরত্ব রাখতেই হবে। ট্রাক্টর ২৪ ফুটের মধ্যে হতে হবে এবং ট্রেলর সব মিলিয়ে ১০ টনের জিনিস বহন করতে পারবে। এছাড়াও কোনো রাজ্য চাইলে প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া ট্রাক্টর এবং ট্রলর ব্যবহার না করে নিজেদের গাড়িও ব্যবহার করতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে কোনোভাবেই যানো ট্যাবলো ১৬ ফিট উচ্চতা, লম্বায় ৪৫ ফিট এবং চওড়ায় ১৪ ফিট অতিক্রম না করে।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/republic-day-2022-patriotic-movies-to-watch-today/
Republic Day 2022 – ২১টি ট্যাবলো
২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ২০২১ সালের ১৬ই সেপ্টেম্বর চিঠি পাঠানো হয়েছিল ৩৬টি রাজ্যকে, কেন্দ্রশাসিত অঞ্চলে, ৮০টি কেন্দ্রীয় মন্ত্রকে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনে এবং নীতি আয়োগকে। চিঠিতে থিম হিসেবে জানানো হয়েছিল ভারত @৭৫ – স্বাধীনতা সংগ্রাম, ভাবনা @৭৫, কর্ম @৭৫ এবং সমাধান @৭৫ – সমস্ত ভাবনাই ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে। শেষ পর্যন্ত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ উপলক্ষে বেছে নেওয়া হয়েছিল ২১টি ট্যাবলো। যেখানে থাকবে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্বের সঙ্গে থাকবে ৯টি কেন্দ্রীয় মন্ত্রকও।
তুলে ধরা হয়েছে মেঘালয়ের ট্যাবলো রাজ্যের পঞ্চাশ বছর হওয়ার দিক এবং একাধারে তুলে ধরা হবে কর্ণাটকের হস্তশিল্প আবার হরিয়ানা সেখানে কীভাবে খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সম্মান এনেছে সেসব কিছুই তুলে ধরা হবে। তবে তুলনামূলক বিচারে বিবাদ ঘটলেও সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে সুযোগ দেওয়া বাস্তবে সম্ভব হয় না। তবে স্বাধীনতার ৭৫তম উদযাপনের বছরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ উপলক্ষ যথেষ্ট গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/republic-day-2022-constitutional-proposal-and-impact-of-leaders/