Republic Day 2022 : সংবিধান রচনায় বসেছিল শত শত অধিবেশন, ফিরে দেখা প্রজাতন্ত্র দিবসের ইতিহাস

হাতে গোনা কয়েক দিন। ২৩ তারিখ পেরিয়ে ভারতবাসী এবার ২৬-এর অপেক্ষায়। অপেক্ষা প্রজাতন্ত্র দিবসের। দেশ জুড়ে আবার তৈরি হবে এক উৎসবের আমেজ। নেতাজি-র জন্মদিনের পর অপেক্ষায় বসে থাকা প্রজাতন্ত্র দিবসের ( Republic Day 2022 ) । সকাল সকালই ঘরে ঘরে চলে উঠবে টেলিভিশন। আর সেই টিভি মাধ্যম দিয়েই কানে আসবে সেনার প্যারেডের শব্দ। সে যেন এক আলাদাই অনুভুতি, এক অন্য আমেজ।

কিন্তু, ২৬ জানুয়ারি এই দিনটি প্রজাতন্ত্র দিবস ( Republic Day 2022 ) হিসাবে পালন হয় তা দেশের বহু মানুষ জেনে থাকলেও এই দিনটির ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাব রয়েছে বহু মানুষের মধ্যেই। আসলে ইতিহাসের পাতার দিকে আমরা অনেক কম তাকাই। আর সেই কারণেই আবার এক দল স্বার্থপর শ্রেণীও ইতিহাসকে সাজিয়ে নেন তাদের মতো করেই।

Republic Day 2022উল্লেখ্য, ততদিনে একাধিক আন্দোলনের জেরে ভারত স্বাধীনতা লাভ করে ফেলেছে। ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে ভারত ও পাকিস্তানে পরিণত হয়েছে। তবে স্বাধীন ভারতে তখনও কিন্তু বহাল তবিয়তে দেশের প্রধান হিসেবে বসেছিলেন ষষ্ঠ জর্জ ও তৎকালীন সময়ে গভর্নর জেনারেল ছিলেন মাউন্টব্যাটন। তবে ব্রিটিশ ভারত ভেঙে এক নতুন ভারত তৈরি হলেও তখন সেই দেশ ছিল একপ্রকার সংবিধানবিহীন। ছিল না কোনও স্থায়ী সংবিধান। এরপর ১৯৪৭-এর ২৮ আগস্ট দেশের জন্য কিংবা বলা চলে দেশের মানুষের জন্য স্থায়ী সংবিধান ( Republic Day 2022 ) রচনার জন্য গঠন হয় ড্রাফটিং কমিটি। এই কমিটির চেয়ারম্যান পদে বসেন ডাঃ বি আর আম্বেদকর। আইন, রাজনীতি কিংবা অর্থনীতি সকল বিষয়েই অবাধ জ্ঞান থাকার কারণে এই পদে তাঁকেই বসানো হয়।

আরও পড়ুন…..Netaji Subhash Chandra Bose : গায়ে কাঁটা দেওয়া এক গল্প, ভারতের কাছে আজও পরাজিত চীন

এরপর সেই বছরেরই ৪ নভেম্বর সেই ড্রাফটিং কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। তবে চূড়ান্তভাবে সেই সংবিধান ( Republic Day 2022 ) গৃহীত হয় প্রায় ৩ বছর পর। প্রায় ১৬৬ বার মতো সেই খসড়া সংবিধান নিয়ে আলোচনার উদ্দেশ্যে অধিবেশন করা হয়েছিল। এবং তারপরই ১৯৪৯ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে সম্পূর্ণরূপে দেশ জুড়ে লাঘু হয় সংবিধান। আর সেই বছর থেকেই এই দিনটিকে সম্মান জানিয়ে পালন হয় প্রজাতন্ত্র দিবস।

 




Leave a Reply

Back to top button