Republic Day 2022 : অলস দুপুর! প্রজাতন্ত্র দিবসে রইল দেশাত্মবোধক সিনেমার ঝুলি

রিমা শিয়ালী, কলকাতা: আজ ২৬ শে জানুয়ারি ( 26th January)। গোটা ভারত জুড়ে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস ( 73rd republic day)। আর সেই জন্যই দিল্লির রাজপথে ও উদযাপিত হচ্ছে জাঁকজমকপূর্ণ প্যারেড ( parade)। কিন্তু এসবের মধ্যেও আপনারা কি বাড়িতে বসে রয়েছেন?কোভিড পরিস্থিতিতে বাইরে বেরিয়ে কাটাতে পারছেন না প্রজাতন্ত্র দিবস? ঘরবন্দী থেকে ভাবছেন কিভাবে কাটাবেন আজকের এই বিশেষ দিনটি ( spetial day)? কেননা বাইরে না বেরিয়ে ভার্চুয়াল ( virtual) ভাবেই উপভোগ(enjoy) করতে পারেন এবছরের প্রজাতন্ত্র দিবস। সমগ্র পরিবারের সাথে বাড়িতে বসেই নিরাপদ হয়ে দেখতে পারেন বিভিন্ন চলচ্চিত্র ( cinema)।

Republic Day 2022: ভারতীয়দের অদম্য চেতনা ফুটিয়ে তোলা সব সিনেমা

বাইরে না বেরিয়ে বাড়িতে বসে কোন চলচ্চিত্র দেখবেন তা নিয়ে ভাবছেন? যদি তা হয়, তাহলে দেখে নিন ক্লাসিক কিছু দেশাত্মবোধক সিনেমা। এই চলচ্চিত্রগুলি এতটাই ভাল ভাবে তৈরি যে আপনার মধ্যে দেশপ্রেমের বোধ জাগিয়ে তুলতে সক্ষম।

Republic day 2022- Uri: The Surgical Strike (2019)

ভিকি কৌশল বারংবার চলচ্চিত্রে তার নিখুঁত পারফরম্যান্স দিয়ে চলচ্চিত্রশিল্পে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ২০১৯ সালে প্রকাশিত ‘উরি’ নামক চলচ্চিত্র থেকেই এর প্রমাণ পাওয়া যায়।২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি ঘটে যাওয়া পুলওয়ামা ঘটনার পর মুহূর্তে ভারতে যে সার্জিক্যাল স্ট্রাইক কার্যকর করা হয়, সেই ঘটনায় এই চলচ্চিত্রে চিত্রিত হয়েছে। ভিকি কৌশল এই ছবিটিতে ছিলেন ইয়ামি গৌতম, মোহিত রায়না এবং পরেশ রাওয়ালের মতো অন্যান্য অনেক বিখ্যাত শিল্পী। যারা প্রত্যেকেই এই ছবিটিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

Republic day 2022 – Border (1997)

দেশাত্মবোধক সিনেমা নিয়ে কথা হচ্ছে এবং সেখানে সানি দেওয়াল অভিনীত বর্ডার সিনেমা টি থাকবে না এটা হতেই পারে না। জে.পি দত্ত দ্বারা পরিচালিত এই মহাকাব্যিক ছবিটি ছিল ১৯৭১ সালে ঘটে যাওয়া ভারত-পাকিস্তান যুদ্ধের বাস্তব জীবনের ঘটনাগুলির একটি রূপান্তর। ছবিটিতে অভিনয় করেছেন সানি দেওয়াল, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, জ্যাকি শ্রফ, সুদেশ বেরি, কুলভুষণ খারবান্দার এবং পুণীত ইসার। ছবিটির বিখ্যাত গান ‘সন্দেশে আতে হে ‘ এখনো সমগ্র দেশবাসীর মন কাড়ে।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/republic-day-2022-constitutional-proposal-and-impact-of-leaders/

Republic day 2022 – Swades (2004)

২০০৪ সালে এই ছবিটি আশুতোষ গোয়ারিকর দ্বারা পরিচালিত হয়। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান যিনি ছবিটিতে মোহন ভার্গব নামে পরিচিত ছিলেন। ছবিটিতে তিনি ছিলেন এক অনাবাসী ভারতীয় যিনি দেশে ফিরে আসেন একজন মহিলাকে খুঁজতে যিনি তাকে লালন পালন করেছিলেন এবং সেই মহিলা প্রকৃতপক্ষে কোথায় এবং কেমন আছেন তা জানতেই মোহন ভার্গব -এর যাত্রা শুরু হয়।

Republic day 2022

Republic day 2022 – Raazi (2018)

আলিয়া ভাট অভিনীত ২০১৮ সালে প্রকাশিত রাজি ছবিটিতে ফুটে ওঠে সেহমত খান নামে এক যুবতীর কথা। তিনি ছিলেন একজন গোপনীয় ভারতীয় এজেন্ট যিনি বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য পাকিস্তানি এক সামরিক পরিবারে বিয়ে করেছিলেন। ছবিটিতে আলিয়া ভাটের স্বামীর ভূমিকায় ছিলেন ভিকি কৌশল। ছবিটি হরিন্দর সিং সিক্কার ‘ কলিং সেহমত ‘ নামক উপন্যাস অবলম্বনে নির্মিত।

Republic day 2022 – Shershaah (2021)

২০২১ সালের এই ছবিটি প্রয়াতঃ ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যিনি ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় শহীদ হয়েছিলেন। এবং এর জন্য তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ বীরত্বের সম্মান পরম বীর চক্র ভূষিত করা হয়েছিল। ছবিটির পরিচালক হলেন বিষ্ণুবর্ধন এবং ছবিটিতে বিক্রম বাত্রার অভিনয়ে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা সঙ্গে ছিলেন কিয়ারা আদবানি।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/republic-day-2022-constitutional-proposal-and-impact-of-leaders/




Leave a Reply

Back to top button