Republic Day 2022 : দেশের সুরক্ষায় দিয়েছেন জীবন, মরণোত্তর অশোক চক্র পাচ্ছেন এই বীর পুলিশ

প্রজাতন্ত্র দিবসে একাধিক বীর সৈনিককে বীরত্বের পুরস্কার তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। জঙ্গি দমনে দেশের স্বার্থে প্রাণ দিয়েছেন এমন সৈনিকও রয়েছে এই তালিকায়। আর এই তালিকায় রয়েছেন জম্বু ও কাশ্মীরের পুলিশ সহকারী উপ পরিদর্শক বাবু রামও। জঙ্গি দমনে ( Republic Day 2022 ) সেনাকে সাহায্য করে দেশের জন্য নিজের প্রাণকে বলি দিয়েছিলেন তিনি। আর এই বলিদানকেই সম্মান জানিয়ে দেশের সর্বোচ্চ শান্তিকালীন পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে তাঁকে।

উল্লেখ্য, গত বছর ২৯ আগস্ট শ্রীনগরের কাছে যৌথবাহিনীর ( Republic Day 2022 ) উপর গুলি চালায় তিন সন্ত্রাসবাদী। গুলি চালানোর পরই তারা লুকিয়ে পড়ে পাশের একটি সুরক্ষিত স্থানে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অঞ্চল জুড়ে। এই পরিস্থিতিতে যৌথবাহিনীর একটি দল বেরিয়ে পড়ে সন্ত্রাসবাদীদের খোঁজে। তন্ন তন্ন করে খোঁজা হয় আশপাশ।

সহকারী উপ-পরিদর্শক শ্রী বাবু রাম গোটা অভিযানটিকে সামনে থেকে নেতৃত্ব দেয়। বাড়ি বাড়ি চলে নাকা তল্লাশি। এমতাবস্থায় নাকা পার্টির কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিন জঙ্গি। তবে বাহিনী তৎপর থাকায় সফল হয়নি তাদের প্রয়াস। এরপরই বাহিনীকে ( Republic Day 2022 ) লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শেষে গুলির লড়াইয়ে ওই বেশ কয়েকজন জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। এই গুলির লড়াইয়ে প্রায় হারান বাবু রাম।

বস্তুত, বাবু রামের তৎপরতার কারণেই জঙ্গি নিকাশে সফল হয় সেনা। যদিও তাঁর সেই বীরত্বের প্রতিদান দিতে হয়েছিল তাঁর জীবন দিয়ে। তাঁর মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া নেমে আসে উপত্যাকার পুলিশ ও সিআরপিএফ মহলে। তাঁর সেই বীরত্বকে ( Republic Day 2022 ) সম্মান জানাতেই এবার মরণোত্তর অশোক চক্র পুরস্কারে তাঁকে পুরস্কৃত করার সিধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকার তরফে। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ( Republic Day 2022 ) রামনাথ কোবিন্দ ইতিমধ্যেই সেনা, পুলিশ ও আধাসামরিক মিলিয়ে মোট ১৪৪টি পুরস্কারের অনমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছে ১৫টি শৌর্য চক্র, চারটি সেনা পদক(বীরত্ব) এবং ১১৬টি সেনা পদক-সহ একটি অশোক চক্র। রয়েছে একটি কীর্তি চক্রও।

আরও পড়ুন……Republic Day 2022 : হাতে লেখা সংবিধানের বয়স এখন ৭৩, একনজরে প্রজাতন্ত্র দিবসের অজানা তথ্য




Leave a Reply

Back to top button