Republic Day of 2022 : সংবিধানের শপথে উঠেছিল প্রজাতন্ত্র দিবসের ডাক

রাখী পোদ্দার, কলকাতা : প্রতি বছর ভারতে ২৬শে জানুয়ারি দিনটি পালিত হয় প্রজাতন্ত্র দিবস ( Republic Day of 2022) হিসেবে। নেতাজির জন্মজয়ন্তীর পরপরই ক্যালেন্ডারের যে দিনটাকে ঘিরে পুনরায় প্রত্যেক ভারতীয়র মনে দেশাত্মবোধক আবেগ জাগ্রত হয়, সেটি হল এই ২৬শে জানুয়ারি ( 26th January)। ২৬শে জানুয়ারি মানেই রাজধানীর রাজপথে কুচকাওয়াজ, দেশাত্মবোধক গান, পতাকা উত্তোলন। এই দিন নয়াদিল্লির ( New Delhi) পাশাপাশি কলকাতার ( Kolkata) রেড রোডও ( Red Road) সেই আড়ম্বর চোখে পড়ে সবার। কিন্তু কেন এই ২৬শে জানুয়ারি দিনটিকেই বেছে নেওয়া হল? কেন ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনই পালন করা হয় না প্রজাতন্ত্র দিবস ( Republic Day of 2022)? আপনি কি জানেন এই দিনটির গুরুত্ব আসলে কোথায়? চলুন জেনে নেওয়া যাক এই দিনের নেপথ্যে থাকা কিছু অজানা তথ্য।
Republic Day of 2022 : সংবিধান রচনা
আমরা সবাই জানি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন হয় ভারতবর্ষ। কিন্তু সেই দিনটি বেছে নেননি ভারতবাসী। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হলেও দেশের কোনো সংবিধান ছিল না। ডঃ বি আর আম্বেদকর ( Dr. BR Ambedkar) সেই সংবিধান রচনা করেন ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারতের এই প্রজাতন্ত্র হয়ে ওঠা কোনো এক বিশেষ দিনে পালন করা হবে। আর তাই ১৯৫০ সাল থেকে প্রত্যেক বছর ২৬শে জানুয়ারি পালন করা হয় প্রজাতন্ত্র দিবস ( Republic Day of 2022 )।
Republic Day of 2022 : স্বাধীনতা দিবস বদলে হল প্রজাতন্ত্র দিবস
– কিন্তু কেন এই ২৬শে জানুয়ারি দিনটিই বেছে নেওয়া হল? এর পিছনেও রয়েছে এক ঐতিহাসিক মাহাত্ম্য। ১৯২৯ সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ( Jawaharlal Nehru) নেতৃত্বে “পূর্ণ স্বরাজ” আনার ঘোষণার পর ১৯৩০ সাল থেকে ২৬শে জানুয়ারি পালন করা হত স্বাধীনতা দিবস। তবে ঘটনাচক্রে ব্রিটিশ শাসনের বেড়াজাল সম্পূর্ণ ভাবে ভেঙে ভারত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। আর সেই দিন থেকেই পালটে যায় ২৬শে জানুয়ারির গুরুত্বও।
আরও পড়ুন….Republic Day 2022 : সচক্ষে দেখা যাবে প্যারেড, টিকিট পাবেন হাতের কাছেই
এরপর ১৯৪৭ সালের ২৮শে অগাস্ট ভারতের একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি আর অম্বেদকর ( Dr. BR Ambedkar)। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে ২ বছরে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য ১৬৬ বার অধিবেশন ডাকে। এরপর ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়। তারপর ঠিক করা হয় ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জ্ঞাপন করে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেই দিন থেকেই ২৬শে জানুয়ারি পালন করা হয় প্রজাতন্ত্র দিবস ( Republic Day of 2022)।