Saraswati Pujo: পুরোহিত ছাড়াই সরস্বতী পুজো, পাল্টে গেল বিধির বিধান

প্রত্যুষা সরকার, কলকাতা: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই তেরো পার্বণের একটি পার্বণ বসন্ত উৎসব। বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে ( Saraswati Puja ) কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই উৎসব। নিয়ম অনুযায়ী প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ধুমধাম করে দেবী সরস্বতীর আরাধনার আয়োজন করা হয়। পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হওয়ায় এটিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীও বলা হয়।
Saraswati pujo: সরস্বতী পুজো কবে
এই বছরেও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২২ মাঘ ও ইংরেজি ৫ ফেব্রুয়ারি শনিবার সরস্বতী পুজো (Saraswati Puja ) অনুষ্ঠিত হবে। বসন্ত পঞ্চমীর দিন সকাল সকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সর্বজনিন পুজা মন্ডপ ও ছাত্র-ছাত্রীদের বাড়িতেই সরস্বতী পুজো করা হয়। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান এর প্রার্থনা করে শিক্ষার্থীরা বাগদেবীর আরাধনা ( Saraswati Puja ) করেন। এদিন পুরোহিত ডেকে নিয়ম মেনে বাগদেবীর আরাধনা করা হয়। তবে জানেন কি পুরোহিত ছাড়াই নিজের প্রতিনিধিত্বে করতে পারেন বাগদেবীর আরাধনা। প্রতিটি পূজারী আলাদা আলাদা নিয়ম আছে। পঞ্চভুজের উপাদান নিয়ম সবই আলাদা। আসুন জেনেনিন কিভাবে নিজেই বাড়িতেই সরস্বতী পুজো (Saraswati Puja ) করতে পারবেন।
Saraswati Puja: পুজোর উপাদান
প্রতিটি পুজো করার আগেই সবচেয়ে দরকারি জিনিস হল সেই পুজোর উপাদান গুলি। তেমনি সরস্বতী পুজোতে ( Saraswati Puja ) ও প্রয়োজন হয় সরস্বতী পুজোর ( Saraswati Puja ) উপাদান। উপাদান গুলির মধ্যে প্রথমেই আছে দেবী সরস্বতী মূর্তি, সাথে সাদা কাপড়, আম্রপল্লব , বেলপাতা, দূর্বা, ফুল ( পলাশ ফুল ), কাঁচা হলুদ, সিঁদুর , পাঁচ রকমের ফল যার মধ্যে এবং নারকেল আবশ্যক, কলসি , পান পাতা, সুপারি, চাল, ধান, প্রদীপ, দুধ, দোয়াত এবং খাগের কলম।
Saraswati Puja: পূজার নিয়ম
সরস্বতী পুজো মূলত সকালবেলায় হয়। তাই ওই দিন পুষ্পাঞ্জলির জন্য স্নান করা আবশ্যক। স্নান করার আগেই গায়ে এবং মুখে নিমপাতা ও কাঁচা হলুদবাটা মাখতে হয় এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোন রকম ইনফেকশনের থেকে রক্ষা করে। স্নানের সময় জলে নিম পাতা ও তুলসী পাতা দিয়ে স্নান করলে জলে শুদ্ধিকরণ ঘটে। স্নানের পর যিনি পুজো করতে বসবেন তাকে অবশ্যই সাদা কিংবা হলুদ বস্ত্র পরিধান করতে হবে।
আরও পড়ুন- বসন্ত পঞ্চমীর দিন এই কাজগুলো করলে রুষ্ট হতে পারে আরাধ্যা দেবী – https://thebengalichronicle.com/saraswati-puja-dont-do-these-on-basant-panchami/
Saraswati Puja : মূর্তি স্থাপন
স্নান সেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে যে জায়গায় পুজো হবে সেটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ঘরের কৌতুহলী এক পরিষ্কার জল চৌকি দিতে হবে ( যদিও এটি আবশ্যক নয় )। এরপর একটি সাদা কাপড় পেতে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করতে হবে। মূর্তির সামনে ভাল করে হলুদ সিঁদুর এবং পুজোর স্থানে আলপনা দিতে হবে। এরপর দেবীকে মালা পরিয়ে সুসজ্জিত ভাবে ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। পুজো শুরুর আগেই দেবীমূর্তির পাশে খাতা পেন পেন্সিল বাদ্যযন্ত্র রেখে ফুল সাজিয়ে দিতে হবে। একই সাথে দুই হাতের মধ্যে দুধ দিয়ে পূর্ণ করে তার মধ্যে খাগের কলম দিয়ে দেবীর সামনে রাখতে হবে।
Saraswati Puja: কলস বা ঘট স্থাপন
প্রতিটি পুজোর মতোই এই পুজতেও কলসী বা ঘট স্থাপন করা হয়। একটি জলপূর্ণ ঘর বা কলসিতে প্রথমে আমের পল্লব রাখতে হবে। তার উপর পানপাতা, সুপারি ,ফুল, দূর্বা রাখতে হবে। একুশে ঘর পরিচিতিকে মূর্তির সামনে স্থাপন করতে হবে।
Saraswati Puja: পূজারম্ভ
হিন্দু ধর্ম মতে যে কোন দেবতার আরাধনা করার আগে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। দেবী সরস্বতী মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে হবে। এবং সাথে ফুল ও বেলপাতা দিয়ে প্রথমে সিদ্ধিদাতার চরণে অর্পণের মাধ্যমে পূজা আরম্ভ করতে হবে। এরপর দেবী আরাধনার মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে ফুল ও বেলপাতা বাগদেবী চরণে অর্পণ করতে হবে। বাগদেবীর পূজার জন্য ব্যবহৃত মন্ত্র একটি নির্দিষ্ট বইটি পাওয়া যায় সেখানেই পূজার সমস্ত নিয়ম লেখা থাকে। এরপর ধুপ ও প্রদীপ জ্বেলে, মিষ্টি ও নৈবেদ্য অর্পণের পর পুষ্পাঞ্জলী শুরু হবে।
Saraswati Puja: পুষ্পাঞ্জলি মন্ত্র
দেবীর আরাধনায় পুষ্পাঞ্জলির মূলমন্ত্র । এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়াবেন-
ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তা হারে।
বীনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।
ওঁ সরস্বত্যৈ নমা নিত্যং ভদ্রকাল্যৈ নমা নমঃ বেদবেদান্তবেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ।
এষ সচন্দন পুষ্পবিল্পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।
Saraswati Puja: প্রণাম মন্ত্র
ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।
Saraswati Puja: পুজোর দ্বিতীয় দিন
বসন্ত পঞ্চমীতে দেবীর আরাধনায় পরদিন সকালে ঘুম থেকে উঠে দেবীর সামনে রাখা খাগের কলম দুই হাতে রাখার দুধে ডুবিয়ে বেলপাতার উপরে তিনবার ‘ওম সরস্বত্যই নমঃ’ লিখতে হবে। এবং ফুল বেলপাতা দিয়ে আবারও পুষ্পাঞ্জলী দিতে হবে। এরপর ঠাকুরের নৈবিদ্যের খই , দই এবং মিষ্টি দ্বারা মন্ডের মত তৈরী করে প্রসাদ হিসেবে সকলকে বিতরণ করতে হবে। এরপর একে একে বই খাতা ও অন্যান্য জিনিস সরিয়ে নিয়ে যায়। এরপর দিদির আশীর্বাদ নিয়ে মূর্তি বিসর্জন দেওয়া হয়ে থাকে। তবে দেবী স্বরস্বতীর (Saraswati Puja ) মূর্তি মূলত সন্ধ্যাবেলায় বিসর্জন দেওয়া হয়।
আরও পড়ুন- বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে-র দিন কিভাবে সাজবেন, দেখে নিন এক ক্লিকে – https://thebengalichronicle.com/saraswati-pujo-trending-cloths-for-girls/