Saraswati Pujo : বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে-র দিন কিভাবে সাজবেন, দেখে নিন এক ক্লিকে

অহেলিকা দও, কলকাতা : নতুন বছর ( new year) শুরু হতে না হতেই বাঙালিরা অপেক্ষা করে কবে আসবে ছাত্র-ছাত্রীদের ( students) সেজে ওঠার দিন। এদিন স্কুল-কলেজে ( school-college) হঠাৎ করেই বেড়ে যায় শাড়ি পাঞ্জাবির ভিড়। কাল সরস্বতীর পুজো ( Saraswati pujo)। যারা কোনদিন শাড়ি ( saree) পড়েননা তারাও নিজেদের সাজিয়ে তুলতে পছন্দ করেন শাড়িতে। তাও কিছু একটু বাদ থেকেই যায় তাই সরস্বতী পুজোর ( Saraswati pujo2022) কয়েক ঘন্টা আগে জেনেনিন নিজেকে সাজিয়ে ( Arranged) তোলার উপায়।
Saraswati pujo – শাড়ি
বাঙালিদের শাড়ি অলটাইম ফেবারিট। শাড়ির জায়গায় অন্যান্য জামা কাপড় ফিকে। সকলেই চায় তাদের সবচেয়ে সুন্দর দেখাক। তাই আলমারি ঘটাতে ঘাটতে বেস্ট শাড়িটা বেছে তারা পড়তে চায়। আর কেউ কেউ তো এই দিনের জন্য নতুন শাড়িও কেনে। আর এই দিনে হলুদ রঙ আর সাদা রঙের শাড়ির জায়গায় আর অন্য কোনো শাড়ির কোনো তুলনা হবে না। বসন্ত পঞ্চমীর তিথিতে সরস্বতী পুজোর ( Saraswati pujo) দিন থেকেই বসন্তের আগমন। তাই হলুদ শাড়ি মাস্ট। অনেকেই এই দিনে বেছেনেন হালকা শাড়ি। আর আজ বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াতো মাস্ট। চওড়া বা সরু লাল পেড়ে হোক বা ব্রাইট লেমন ইয়েলো পাড়ের, সৌন্দর্য ফুটে উঠবেই। হলুদ বা সাদা না চাইলে অন্যান্য নানান রং তো আছেই।
Saraswati pujo – প্যান্টের সাথে শাড়ি
প্যান্ট শাড়ি পোশাকটিও শাড়ির চাইদে কিছু কম নয়। যাঁরা শাড়ি পড়তে ভালোবাসেন অথচ সামলানোর ভয়ে পিছিয়ে যাচ্ছেন, এটি তাঁদের প্রথম পছন্দের পোশাক হয়ে উঠতে পারে। মানানসই কোনও প্যান্টের সঙ্গে শাড়ি পড়তে পারেন। আবার তা না চাইলে কিনে ফেলতে পারেন প্যান্ট-শাড়ি। আজকাল অনেক দোকানেই পাওয়া যাচ্ছে এ ধরনের প্যান্ট স্টাইল সেট শাড়ি। অল্প ফ্লেয়ারড বা ধুতি প্যান্টের সঙ্গেই সেট করা থাকছে শাড়ির আঁচল। তার সাথে একটা ক্রপ টপ বা সেটে যে টপ থাকবে সেটাও পড়তে পারেন। আবার শাড়ির সাথে বেল্ট পড়ারও চল এখন ট্রেন্ডিং এ। তাই সরস্বতী পুজোর ( Saraswati pujo) দিন নিজেকে সাজিয়ে তুলন সবচেয়ে সুন্দরী।
Saraswati pujo – লেহেঙ্গা
যারা শাড়ি পড়েননা তারা এই দিনের জন্য বেছে নিতে পারেন লেহেঙ্গা। যেই রঙের লেহেঙ্গা পড়বেন তার সাথে মানানসই ক্রপ টপও পড়ে নিতে পারেন এই লেহেঙ্গা বা জমকালো ঘেরওয়ালা স্কার্ট পরতে পারেন।
Saraswati pujo – ডিজাইনার কুর্তি
যারা শাড়িতে কমফোর্টেবেল নয় তাদের জন্য সবচেয়ে সুন্দর পোশাক ডিজাইনার কুর্তি। এছাড়াও এথনিক মিড লেন্থ ড্রেসও পরতে পারেন। আবার হাঁটুর অল্প নীচে পর্যন্ত ঝুলওয়ালা আনারকলি বা কলিদার কুর্তির সঙ্গে পরতে পারেন পালাজোও। অথবা ঘেরওয়ালা গাউনের এক দিকে ওড়না পড়ে আজ নিজেকে স্টাইলিশ বানিয়ে তুলুন।
Saraswati pujo – সাজগোজ
নিজের পছন্দের পোশাকের সাথে সরস্বতী পুজোর ( Saraswati pujo) দিন সেজে উঠুন রঙিন সাজে। সকালের দিকে বেড়াতে গেলে হালকা মেকআপের দিকে জোর দিন। আর সন্ধ্যার দিকে বেড়াতে গেলে পছন্দমতো ভারী মেকআপ করতে পারেন। সকালে শাড়ির সাথে পড়তে পারেন পছন্দ মতো ফুল। আর চুলে খোঁপা বা খোলাও রাখতে পারেন চুল। এই বিশেষ দিনটির জন্য চুল কার্লও করাতে পারেন। সবই আপনার পোশাক ও পছন্দের ভিত্তিতে বেছে নিন।
আরও পড়ুন : JU Stories : যাদবপুরে পালন হবে ভ্যালেন্টাইন ডে! Boyfriend-Girlfriend ছাড়া প্রবেশ নিষিদ্ধ ফেস্টে