শিক্ষকের চড়ের আঘাতে ভেন্টিলেশনে স্কুল পড়ুয়া! ঘটনা ঘিরে তোলপাড় পরিস্থিতি রাজধানীতে
ক্লাসে বই আনেনি ছাত্র, তার জেরে চরম শাস্তি দিল স্কুল শিক্ষক

পূর্বাশা, হুগলি: স্কুলের হিন্দি ক্লাসে বই না নিয়ে আসার অপরাধে চরম শাস্তির মুখে পড়তে হল বারো বছরের স্কুল পড়ুয়া আরবাজকে। ক্লাসে বই না থাকায় শিক্ষকের মারে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভর্তি করা হয় ভেন্টিলেশনে। আরবাজকে সুস্থ করার জন্য ইতিমধ্যে লড়ে যাচ্ছেন চিকিৎসকরা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ক্লাস সিক্সের স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘিরে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিল্লিতে।
ঠিক কী ঘটনা ঘটে? সূত্রের খবর, উত্তর পূর্ব দিল্লির
তুকমিরপুরের একটি সরকারি স্কুলে পড়তেন বারো বছরের পড়ুয়া আরবাজ। সম্প্রতি স্কুলের হিন্দি ক্লাসে বই নিয়ে যেতে ভুলে যায় সে। ক্লাসে বই না নিয়ে আসায় ছাত্রের উপর বেজায় ক্ষুব্ধ হন শিক্ষক
সাদুল হাসান। প্রথমে তাঁকে বেরিয়ে যেতে বলা হয় ক্লাস থেকে। বেরোনোর সময় রেগেমেগে ছাত্রের গালে সপাট চড় কষিয়ে দেন শিক্ষক। আর সেই চড়ের আঘাতেই অজ্ঞান হয়ে যায় সে। নিকটবর্তী তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অন্যদিকে ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষক সাদুল হাসানকে।
বর্তমানে কেমন আছেন আরবাজ? হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু বছর ধরেই অসুস্থ রয়েছে সে। স্নায়ুর এক জটিল রোগ ‘গুলিয়ান বেয়ার সিনড্রোম’ রয়েছে তাঁর। শিক্ষকের থাপ্পড়ের ফলে আরবাজের স্নায়ু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দরুণ সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। আরবাজকে ভেন্টিলেশন সাপোর্টে রেখে সুস্থ করার প্রচেষ্টা চালাচ্ছেন শিক্ষকেরা।