নাবালকের সাথে যৌনলীলায় মত্ত HIV পজিটিভ কাকিমা, সত্য প্রকাশ্যে আসতেই কপালে হাত

প্রিয়া ধর, কলকাতাঃ মহিলার বয়স ২৩। ছেলেটি একেবারেই নাবালক। ছেলেটি সম্পর্কে মহিলার ভাশুরপো। অভিযোগ দিনের পর দিন পরিবারের অজান্তের ভাশুরের নাকবালক ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন কাকিমা। ছেলেটির বাবা মা বাড়িতে না থাকলে ছেলেটিকে সুকৌশলে নিজের মতলবে ফেলতেন ঐ মহিলা।

জানা যায় মহিলা HIV পজিটিভ ছিলেন। নিজের ব্যাপারে এই মারণব্যাধি সম্পর্কে জানা সত্ত্বেও তিনি ভাশুরের ছেলের সঙ্গে নিয়মিত পালা করে ঘনিষ্ঠতায় লিপ্ত হতেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়ে যায়। এর পরেই পরিবারের মাথায় হাত পড়ে ছেলেটির।

Sexual harassment of a minor
Sexual harassment of a minor

আরও পড়ুন………‘দাদাগিরি’র মঞ্চে হাজির বাংলার জিভে জল আনা ‘দাদা-বৌদি’ বিরিয়ানি, নামকরণের রহস্য সমাধান করলেন দাদা

ন্যাক্করজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উদমসিং নগরের রুদ্রপুরে। মহিলা অনেক আগে থেকেই HIV পজিটিভ ছিলেন। তার স্বামীও ঐ রোগেই আক্রান্ত ছিলেন। দীর্ঘ চিকিৎসার পর তিনি মারা যান। মহিলা নিজের ব্যাপারে অবগত থাকা স্বত্বেও গ্রামের বাড়িতে বাড়ি ফাঁকা থাকলেই ভাশুরপোর সঙ্গে চলত লাগাতার যৌনলীলা। সম্প্রতি ছেলেটি নিজের কাকিমার এই গোপন রোগটি জেনে ফেলে। তারপরেই ভয়ে মুষড়ে পরে বছর পনেরোর ঐ নাবালক।

Sexual harassment of a minor
Sexual harassment of a minor

আরও পড়ুন…………জলন্ত বাডিতে ঢুকে বাঁচালেন একরত্তির প্রাণ, পুলিশকর্মীর কাজে শিহরিত নেটিজেনরা

Sexual harassment of a minor
Sexual harassment of a minor

ভয়ে সে সব স্বীকার করে ফেলে। পরিবারের লোকেরা জানার পড়েই মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। তড়িঘড়ি তারা নাবালকের চিকিৎসার ব্যবস্থা করেন ও ঐ মহিলার বিরুদ্ধে পকসো আইনের মামলা রুজু করেন। ছেলের ভবিষ্যৎ ইচ্ছে করে নষ্ট করার অভিযোগ আনেন নাবালকের পরিবার। বর্তমানে ছেলেটির শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন………স্বল্প পোশাকে ওয়ার্ক আউট, ত্রিধার হট ও সেক্সি ট্রাকসুট ঘুম কেড়েছে নেটবাসীর




Leave a Reply

Back to top button