Shreshta Scheme: নবম থেকে একাদশ শ্রেণির জন্য শ্রেষ্ঠ প্রকল্প, আবাসিক শিক্ষা এবার বিনামূল্যেই

রিমা শিয়ালী,কলকাতা: স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা খাতে শিক্ষার্থীদের সাহায্যের জন্য দেশে বিভিন্ন রকম প্রকল্প ( schemes)  আছে। এসব প্রকল্পের মাধ্যমে একটি নির্দিষ্ট অংকের বৃত্তি প্রদানের ( special amount of money ) দ্বারা পড়ুয়ারা শিক্ষা ক্ষেত্রে অনেকটাই সাহায্য পেয়েছে।পূর্বে অনেক শিক্ষার্থীরাই এসব প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ ( scholarship ) পেয়েছে,যার দরুন শিক্ষাক্ষেত্রেও তারা অনেকটাই উপকৃত হয়েছে।আর সেই মতোই কন্যাশ্রী শিক্ষাশ্রীর মত বিভিন্ন প্রকল্পের পর সে পথেই এগিয়ে এসেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ( CBSE ) । শ্রেষ্ঠ নামক ( Shreshta Scheme ) একটি প্রকল্প চালু করার মাধ্যমে বৃত্তি প্রদান করে তপশিলি ( SC ) জাতি সম্প্রদায়ের নবম এবং একাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের প্রায় সমস্ত শিক্ষাগত খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ড।

কি এই শ্রেষ্ঠ প্রকল্প?

সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রনালয়  উচ্চ বিদ্যালয়ে তপশিলি শিক্ষার্থীদের আবাসিক শিক্ষার জন্য একটি প্রকল্প চালু করছে যার নাম শ্রেষ্ঠ। ২০২২ থেকে ২০২৩ শিক্ষাবর্ষে প্রকল্পটি চালু করা হচ্ছে বলে জানা গেছে।এই প্রকল্প একটি নির্দিষ্ট অঙ্কের বৃত্তি প্রদান করবে যা তপশিলি জাতি সম্প্রদায়ের নবম এবং একাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের প্রায় সমস্তরকম শিক্ষাগত খরচ বহন করবে।

কিভাবে মিলবে এই সাহায্য?

শ্রেষ্ঠ প্রকল্প পেতে হলে ছাত্রদের একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হতে হবে।প্রবেশিকা পরীক্ষাটি হল একটি জাতীয় স্তরের পরীক্ষা যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা চালিত হবে। শিক্ষার্থীরা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মোডে পরীক্ষাটি দিতে পারবে।এরপর যে সকল শিক্ষার্থীরা এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের সিবিএসই অনুমোদিত স্কুলে ভর্তির জন্য তালিকাভুক্ত করা হবে।

স্কুলগুলিতে সরাসরি হবে বৃত্তি প্রদান

সিবিএসই বোর্ডের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানা গেছে সরকার এই স্কিমের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি করা স্কুলগুলিতে সরাসরি বৃত্তি প্রদান করবে।এবং এই বৃত্তিটি সেইসব শিক্ষার্থীর সকল প্রকার স্কুল ফি (টিউশন ফি সহ) এবং হোস্টেল ফি কভার করবে। শিক্ষার্থীরা সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে আরও বিশদে জানতে পারবে।

আরও পড়ুন: চেনের অন্তরালে উঁকি মারছে বক্ষ বিভাজিকা,ফের উদ্ভট পোশাকে ভাইরাল উরফি যাবেদ

কেবলমাত্র সিবিএসই বোর্ডের স্কুল গুলোই পাবে এই সাহায্য

শ্রেষ্ঠ প্রকল্পটি শুধুমাত্র সিবিএসই বোর্ডের আওতায় যে সমস্ত বিদ্যালয় গুলি পড়ে সেগুলোতেই চালু থাকবে। তবে এখানেই শেষ নয়, যেসব সিবিএসই বিদ্যালয়গুলি দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং পাঁচ বছর বা তার বেশি সময় ধরে চলছে আর গত তিন বছরে দশম এবং দ্বাদশ শ্রেণীর পাশের হার ৭৫ শতাংশ বা তার বেশি, কেবলমাত্র সেসকল বিদ্যালয়গুলিতে এই প্রকল্পটির চালু করা হবে। সিবিএসই বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে দেখা গেছে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকে ২৫ মার্চ ২০২২ এর মধ্যেই অনলাইন সম্মতি জমা দিতে হবে।বোর্ড আরও বলেছে যে এটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা একটি  সেশন পরিচালনা করবে যেখানে তারা  সম্মতি জমা দেওয়ার সময়সীমা এবং অন্যান্য অনেক বিষয়ের নিয়ে আলোচনা করবে।

আরও পড়ুন:গেরুয়া ঝড়ে নিভে গেল ‘বহেনজি’ র আশার প্রদীপ, রাজনীতিতে মায়ার দিন শেষ ?




Leave a Reply

Back to top button