সকৌশলেই রয়ে গেলেন সোনিয়া! ফিরে দেখা এক কালের সেই অগান্ধী কংগ্রেস বোর্ড

“যদি কংগ্রেস নেতারা মনে করেন, তা হলে দলের কল্যাণে গান্ধী পরিবার যে কোনও প্রকার ত্যাগ করতে রাজি”। এদিনের এই মন্তব্য যেন একটা নিস্তব্ধতা তৈরি করেছিল গোটা ঘর জুড়ে। সোনিয়া ( Congress President ) এদিন বলেন, ‘শুধু তিনিই নন, কংগ্রেসের উন্নতির জন্য রাহুল-প্রিয়াঙ্কাও করতে পারে সকল প্রকারে ত্যাগ।’ উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর থেকেই কংগ্রেসের অন্দরমহলে ওঠে নানা প্রকারের প্রশ্ন। পাঞ্জাবে দলের হারের পর রীতিমতো অস্তিত্ব সংকটের মুখে পড়েছে কংগ্রেস। জাতীয় রাজনীতিতে আপাতত নাম কাটা অবস্থা কংগ্রেসের। দলের কেন এই হাল?- এই নিয়েই এদিন ময়না তদন্তে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। আর কমিটির বৈঠকের আগে থেকেই শুরু হয়েছিল এক অন্যরকম রাজনৈতিক জল্পনা। হয় তো পদ থেকে ইস্তফা দিতে পারেন সোনিয়া। কিন্তু সেই সব আপাতত জল্পনাই রয়ে গেল। সকৌশলে বহাল রইলেন তিনি। সোনিয়া, গান্ধী পরিবারের সরে দাঁড়ানোর প্রস্তাব দিতেই দলের বাকি সদস্যরা আবেগের বসেই খারিজ করে দেয় তা।
প্রসঙ্গত, জাতীয় রাজনীতি বেহাল দশা কংগ্রেসের। যার জেরে নানা প্রশ্ন চিহ্নের মুখে ( Congress President ) গান্ধী পরিবার। দলকে সঠিকভাবে যে চালাতে তাঁরা ব্যর্থ এই নিয়ে নানা কথা উঠছে রাজনৈতিক মহলে। এই সব কিছুর মধ্যেই আপাতত দলের নেতৃত্বে বহাল তবিয়েতেই রইল গান্ধী পরিবার। কংগ্রেসের যাত্রা শুরু থেকেই গান্ধী পরিবার চালাচ্ছে এই জাতীয় দল। তবে মাঝে এসেছিলেন কেউ কেউ, যাঁরা গান্ধী পরিবারের নেতৃত্বকে কেড়ে নিয়ে নিজের হাতেই তুলে নিয়েছিল দল।
প্রায় ২৪ বছর ধরে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া। ১৯৯৮ সাল থেকে টানা ২০১৭ সাল পর্যন্ত দলকে টেনেছেন তিনি। এত বছর পেরিয়ে গেছে কিন্তু এখনও সেই পরিবারবাদের মধ্যে দিয়েই চালিত হচ্ছে দল। যার জেরে ভোট কেটে যাওয়ার শিকার হচ্ছে তাঁরা। তবে এই পরিবারবাদ বাতিলের খাতায় গিয়েছিল বেশ কিছু বছর আগে। ভারতের ইতিহাসের এক বহু পুরানো রাজনৈতিক দল কংগ্রেস। এই দল গঠনের প্রথম বছরগুলিতে নেতৃত্ব দিয়েছিলেন একজন অগান্ধী। সাল ১৮৮৫ গঠনের প্রথমার্ধে দলের ( Congress President ) নেতৃত্ব ছিল উমেশ চন্দ্র ব্যানার্জীর হাতে। এরপর, সাল ১৯৯১ নাগাদ ফের গান্ধী পরিবারের বাইরের কারোর হাতে যায় ক্ষমতা। তাঁর নাম পি ভি নরশিমা রাও। তিনি যে শুধুই কংগ্রেসের সভা নেতৃত্ব পদে আসীন ছিলেন এমনটা মোটেই নয়। পরবর্তীকালে, কংগ্রেসের প্রধানমন্ত্রী মুখ হিসাবেও নির্বাচন করা হয়েছিল।
আরও পড়ুন…ঝাড়ুর বাতাসে উড়ল ডান-বাম! রাজনীতির উজ্জ্বল নক্ষত্র কেজরিওয়াল
পি ভি নরশিমা রাও-এর পর সাল ১৯৯৬ নাগাদ সীতারাম কেশরী এই ( Congress President ) পদে আসীন হন। গান্ধী পরিবারের বাইরের লোক হওয়া সত্ত্বেও সভা নেতৃত্ব পদ দখল করতে সক্ষম হন তিনি। সাল ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেই পদে বহাল থাকেন। আর এরপরই সভানেত্রী হিসেবে দলের সামনে উঠে আসেন সোনিয়া গান্ধী।