ফের একবার হাসপাতালে ভর্তি হতে হল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে
এর আগে চলতি বছরেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে দু’বার হাসপাতালে ভর্তি করতে হয়। বছরের একদম শুরুতে জানুয়ারি মাসের ১২ তারিখে ফুসফুসের সংক্রমণ নিয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন সোনিয়া গান্ধী।

শুভঙ্কর, নয়াদিল্লি: চলতি বছরে আরও একবার অসুস্থ হয়ে আজ হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসর নেত্রী সোনিয়া গান্ধী। গায়ে হালকা জ্বর নিয়ে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকরা বিভিন্ন চেকআপ শুরু করেছেন। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
এর আগে চলতি বছরেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে দু’বার হাসপাতালে ভর্তি করতে হয়। বছরের একদম শুরুতে জানুয়ারি মাসের ১২ তারিখে ফুসফুসের সংক্রমণ নিয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন সোনিয়া গান্ধী। পাঁচ দিন পর ১৭ই জানুয়ারি শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। তবে অল্প কয়দিনের ব্যবধানে মার্চ মাসে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই বারও জ্বর হওয়ার কারণেই ২ মার্চ হাসপাতালে আসেন তিনি। এছাড়াও কোভিড মহামারী সময় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সোনিয়া। রাজনৈতিক বিভিন্ন সুচির অনেকটাই চাপ রয়েছে কংগ্রেসের এই নেত্রীর ওপর। আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের অন্যতম মুখ তিনি। তাই এই সব কিছু সামলে তাঁর স্বাস্থ্যের দিক থেকে কোনও রকম অবহেলা করতে চাইছে না গান্ধী পরিবার।
এখন মোদি সরকারের বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রায় সব বিরোধী দল জোট গঠন করেছে। এই “ইন্ডিয়া” জোটের একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সোনিয়া। বিরোধী জোটের শেষ বৈঠক ৩১ আগস্ট মুম্বাইতেও উপস্থিত ছিলেন তিনি। এই জোটে সব দলগুলোর সঙ্গে সম্পর্ক ভাল রাখতে বিশেষ ভূমিকা নিচ্ছেন সোনিয়া নিজে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। তা আরও বৃদ্ধি করতে চেষ্টা চালাচ্ছেন দুই পক্ষই। সম্প্রতি রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে একান্ত বৈঠকও করেছেন। ফলে প্রত্যেককেই মনে করছেন মমতা-সোনিয়ার বন্ধুত্ব আগামী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ল। তবে এখন প্রত্যেকেই সোনিয়ার তাড়াতাড়ি ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।