সাতসকালে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস

ক্রমেই বাড়ছে দুর্ঘটনা। রোড অ্যাকসিডেন্ট এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। কোথাও অ্যাকসিডেন্ট হচ্ছে ট্রেন কোথাও বা বাস। আজ আবারও দক্ষিণ ২৪ পরগনায়( South 24 pgs) ঘটলো গুরুতর অঘটন।

South 24 pgs bus accident

বাস উল্টে গেল দক্ষিন ২৪ পরগনায় (South 24 pgs bus accident)

স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনার( South 24 pgs bus accident ) উস্তি থানার একতারা এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বাস। বাসটি ডায়মন্ড হারবার এর দিক থেকে রায়দিঘী দিকে যাচ্ছিল ঠিক সেইসময় একতারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি গুরুতর আহত হয় বেশ কিছু জন যাত্রী। জানা যায় বাসটির মধ্যে ১৫ জন যাত্রী ছিল। স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান মূলত বাসের চাকা বাস্ট করেই এমন মর্মান্তিক দুর্ঘটনা।

আপাতত জখম যাত্রীরা চিকিৎসারত। অনেকেই গুরুতর আহত। তারা স্পেশাল ট্রিটমেন্টে রয়েছে।

 

আরও পড়ুন :Happy Valentine’s Day 2022 : কালো ম্যাগি খেয়ে ভালবাসা উদযাপন, দেখে নিন আরো অন্যান্য দেশের ভ্যালেন্টাইনস




Leave a Reply

Back to top button