মোদীর ‘অমৃত ভারত’ প্রকল্পের উদ্বোধনের সময়েই বন্দে ভারতে পাথর হামলা, ভাঙল জানলার কাচ
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে

পশ্চিমবঙ্গ হোক কিংবা তেলেঙ্গানা, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। এবার একই ঘটনা ঘটল গোরক্ষপুর থেকে লখনউগামী বন্দে ভারতে। রবিবার বারাবনকিতে ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। ভাঙে জানলার কাচ। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
রবিবার ‘অমৃত ভারত’ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় দেশের রেল স্টেশনগুলিকে বিমানবন্দরের ধাঁচে গড়ে তোলা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৫০৮টি স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি যখন এই অনুষ্ঠান চলছে তখনই বন্দে ভারত এক্সপ্রেসে হামলা করে দুষ্কৃতীরা।
গোরক্ষপুর থেকে রওনা দিয়ে সফেদাবাদ রেল স্টেশনে ঢুকছিল বন্দে ভারত। ঠিক সেই সময়ই ট্রেন লক্ষ্য পাথর ছুঁড়তে শুরু করে একদল দুষ্কৃতী। জানলার কাঁচ ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। খবর দেওয়া হয় রেল পুলিশে। আরপিএফ-এর কন্ট্রোল রুমেও জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পশ্চিমবঙ্গে চালু হওয়া প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। কিন্তু ঘটনায় ইতি পড়েনি। বরং জন্মলগ্ন থেকেই পাথরবাজদের নিশানায় থেকেই এই ট্রেন। বারবার পাথর ছোঁড়া হয়েছে বন্দে ভারতে। জানলা দরজার কাঁচ ভেঙেছে। যাত্রীরা আহতও হয়েছেন। এমনকী ট্রেনের পরীক্ষামূলক যাত্রার সময়েও পাথর ছুঁড়েছিল দুষ্কৃতীরা।
বারবার জানলা, দরজার কাঁচ ভাঙায় ট্রেনের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে বন্দে ভারতের জানলায় সিসিটিভি বসানোর পরিকল্পনা করেছে রেল। যাতে পাথরবাজদের চিহ্নিত করা যায়। রেলওয়ে সূত্রে খবর, প্রতিটি জানলায় ৬টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।