“বছরে দু’বার দশম বা দ্বাদশের পরীক্ষা বাধ্যতামূলক নয়”: ধর্মেন্দ্র প্রধান
এটি সম্পূর্ণভাবে ছাত্রদের ইচ্ছের উপর নির্ভর করছে এবং এর মূল উদ্দেশ্য হলো পড়ুয়াদের মন থেকে পরীক্ষা নিয়ে সমস্ত ভয় দূর করা।

শুভঙ্কর, নয়াদিল্লি: “বছরে দু’বার দশম বা দ্বাদশের পরীক্ষা বাধ্যতামূলক নয়” দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কথা মাথায় রেখে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি আরও জানান, এটি সম্পূর্ণভাবে ছাত্রদের ইচ্ছের উপর নির্ভর করছে এবং এর মূল উদ্দেশ্য হলো পড়ুয়াদের মন থেকে পরীক্ষা নিয়ে সমস্ত ভয় দূর করা।
এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান, “বছরে দু’বার দশম বা দ্বাদশের পরীক্ষায় বসাটা সম্পূর্ণ ছাত্রদের নিজেদের ইচ্ছের উপর। এটা বাধ্যতামূলক নয়। আমাদের বক্তব্য এটাই যে ইঞ্জিনিয়ারিংয়ের জেইই-এর মতো বছরে দু’বার বসার সুবিধাটা থাকবে এবং নিজের পছন্দের নম্বরটাও বেছে নেওয়ার সুবিধা থাকবে। যারা আপত্তি জানাচ্ছে, তারা ঠিক কিসের ভিত্তিতে আপত্তি জানাচ্ছে, সত্যিই আমি বুঝতে পারছি না। রইলো কথা পশ্চিমবঙ্গ সরকারের, ওনাদের যা বিকল্প নথি, তার ৯৯ শতাংশ এনইপি-র সঙ্গে মিল আছে।” তবে কেন এই সিদ্ধান্ত, এই সম্বন্ধে প্রশ্ন করায় ধর্মেন্দ্র প্রধান জানান, “দেখুন পরীক্ষা সামনে এলেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা আলাদা ভয় কাজ করে। তারা সবসময় ভয় পায় যদি একটা বছর নষ্ট হয়ে যায় তাহলে কি হবে। তাই আমরা চাই ছাত্র-ছাত্রীরা বিনা ভয়ে পরীক্ষা দিক এবং ভালো ফল করুক এবং সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া।”
অনেক সময় পড়ুয়ারা মনে করতেই পারে যে তারা মানসিকভাবে প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য। এছাড়াও তারা প্রথমবারে বসেই যে নম্বর পায়, তাতে তারা সন্তুষ্ট হয়ে গেছে তাহলে আর দ্বিতীয়বার বসার দরকার নেই। এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা। একেবারেই বাধ্যতামূলক নয়। এছাড়াও ধর্মেন্দ্র প্রধান রাজস্থানের কোটার ছাত্র আত্মহত্যা সম্পর্কে নিজের বক্তব্য পেশ করেন। তিনি শোক প্রকাশ করে জানান, “সমস্ত ছাত্র ও ছাত্রী আমাদের সন্তানের মতো এবং তারা যাতে কোনরকমভাবে মানসিক চাপে না থাকে, সেগুলো দেখার দায়িত্ব আমাদের।”