সুপ্রিম কোর্টের নাম নিয়ে জাল ওয়েবসাইট! ‘পাবলিক অ্যালার্ট’ জারি করল শীর্ষ আদালত
মাঝে মধ্যেই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে হানা দেয় হ্যাকাররা। সেখান থেকে সাধারণ মানুষকে ফাঁসিয়ে প্রতারণার জালে ফেলে। সুপ্রিম কোর্টের নামে জাল ওয়েবসাইট বানিয়েও একই ফন্দী এঁটেছিল প্রতারকরা।

এ যেন খোদার উপর খোদকারি।
খোদ সুপ্রিম কোর্টের নাম দিয়ে জাল ওয়েবসাইট বানাল প্রতারকরা। এই বিষয়ে শীর্ষ আদালত ‘পাবলিক অ্যালার্ট’ জারি করেছে। ভুয়ো ওয়েবসাইটের বিষয়ে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।
মাঝে মধ্যেই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে হানা দেয় হ্যাকাররা। সেখান থেকে সাধারণ মানুষকে ফাঁসিয়ে প্রতারণার জালে ফেলে। সুপ্রিম কোর্টের নামে জাল ওয়েবসাইট বানিয়েও একই ফন্দী এঁটেছিল প্রতারকরা। লক্ষ্য ছিল সাধারণ মানুষের ব্যক্তিগত বিবরণ এবং গোপনীয় তথ্য চুরি।
জানা গেছে, সুপ্রিম কোর্টের নামে বানানো জাল ওয়েবসাইটের URL হল – http://cbins/scigv.com এবং https://cbins.scigv.com/offence । দেখতে অবিকল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মতোই। কিন্তু এখান থেকেই সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে।
দ্বিতীয় ইউআরএল, যেটির নামের মধ্যে রয়েছে ‘অফেন্স অফ মানি-লন্ডারিং’, সেটিতে সাধারণ মানুষের ব্যক্তিগত বিবরণ, ইন্টারনেট-ব্যাঙ্কিং এবং ক্রেডিট এবং ডেবিট কার্ডের তথ্য চুরি করতে ব্যবহার করা হচ্ছে।
জাল ওয়েবসাইটকেও অফিসিয়াল হিসেবে দেখানো হয়েছে। ওয়েবসাইটটিতে বিভিন্ন অপরাধের বিবরণ দেওয়া হয়েছে। তারপরে ব্যাঙ্কের নাম, ফোন নম্বর, প্যান নম্বর, ‘অনলাইন ব্যাঙ্কিং ব্যবহারকারী আইডি’, ‘লগ-ইন পাসওয়ার্ড’ এবং ‘কার্ড পাসওয়ার্ড’-সহ বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে।
শীর্ষ আদালত একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘এই URL-এ কেউ ক্লিক করলেও যেন ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন। ব্যক্তিগত তথ্য অসৎ কাজে লাগাতে পারে প্রতারকরা’। এই ওয়েবসাইটে প্রবেশ করলে নিজের যাবতীয় পাসওয়ার্ড (ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেইল, ক্রেডিট কার্ড)বদলে ফেলার পরামর্শও দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
নোটিসে আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট কখনওই কারও কাছ থেকে ব্যক্তিগত তথ্য চায় না। অর্থাৎ পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বা ক্রেডিট কার্ডের তথ্য। ইতিমধ্যেই এই বিষয়ে দেশের তদন্তকারী সংস্থাগুলিকে জানিয়েছে শীর্ষ আদালত।