বাসন না মাজায় বকুনি, রাগের মাথায় ফ্রাইং প্যান দিয়ে মাথা থেতলে মাকে খুন কিশোরীর

করোনা প্রভাব কারোর উপর পড়ুক কিংবা না পড়ুক, শিশুদের মনে তা ভীষণ ভাবে পড়েছে। করোনা মহামারির শুরু থেকে দেশ জুড়ে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এমতাবস্থায় ঘরের চার দেওয়ালেই বন্দি হয়ে পড়ে ( Teenage Girl ) শিশু মন। যার জেরে আকর্ষণ বাড়তে থাকে স্মার্ট ফোনের দিকে। এখন বিদ্যালয় পুনরায় খুলে গেলেও শিশু মনকে এক অন্য পথ দেখিয়ে দিয়েছে এই মহামারি। এদিন মা বাসন পরিস্কার করতে বলায় বেজায় চটে গেছিল কিশোরী। তাঁর উপর তাকে বকুনি দেওয়ায় মেজাজ চড়ে গেছিল সপ্তমে। তার পরই হাত থেকে ফ্রাইং প্যান নিয়ে মায়ের মাথার উপর আঘাত করে বসে সে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা বয়স ৩০ বছর। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই মেয়েকে নিয়ে গ্রেটার নয়ডার একটি আবাসনে বসবাস করতেন তাঁরা। এদিন ( Teenage Girl ) মেয়ে বাড়ি ফেরার পর তাঁকে বাসন মাজতে বললে সেই নিয়ে শুরু হয় বচসা। তখনই আচমকাই মায়ের উপর হামলা করে বসে মেয়েটি। রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে গেলে প্রতিবেশীদের ডাকে মেয়েটি। তাঁদের কাছে জানায়, মা পড়ে গিয়ে আহত হয়েছেন। এর পরই প্রতিবেশীদের উদ্যোগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা মহিলাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন….তামিলনাড়ুতে জিততে পারবে না বিজেপি, Rahul Gandhi কে খোঁচা বিজেপির অমিত মালব্যের

পুলিশ আধিকারিক রণবিজয় সিংহ জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই কিশোরী তাঁদের এসে বলেন, সে হাঁটতে বেরিয়েছিল। বাড়ি ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় তাঁর মা পড়ে রয়েছে। তবে ( Teenage Girl ) কিশোরীর বয়ানে বেশ অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা। যার জেরেই আবাসন ও আশেপাশের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। যে সময়ের কথা কিশোরী বলেছিল ওই সময়ে কেউ বাইরে বেরোয়নি, ঢোকেওনি। প্রতিবেশীদেরও জিজ্ঞাসা করেন তদন্তকারীরা। আর এরপরই ( Teenage Girl ) কিশোরীকে জেরা করা শুরু করেন তদন্তকারীরা। জেরার মাধ্যমে বেরিয়ে আসে সকল সত্য ঘটনা। কিশোরীর  বিরুদ্ধে তার মামা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই কিশোরীকে গ্রেফতার করে পুলিশ। আপাতত সংশোধনাগারে পাঠিয়েছে তারা।

 




Leave a Reply

Back to top button