বিনিয়োগ করুন অটল পেনশন যোজনায় এবং পান নিশ্চিন্ত জীবন

অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে থাকলে মাস গেলে পেতে পারেন পাঁচ হাজার টাকা করে পেনশন।

শুভঙ্কর, কলকাতা: একটি নিশ্চিন্তপূর্ন ও আনন্দময় জীবন কে না পছন্দ করে? সবাই চায় তাদের ভবিষ্যৎ, অর্থাৎ বার্ধক্য হাসিখুশিতে কাটুক পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সাথে। এবার এই সুস্থ ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে কেন্দ্রীয় সরকারের এই স্কিম। এই স্কিমে হাসি ফুটবে বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে বলে মনে করা হচ্ছে। জানতে চান কি এই স্কিম? তাহলে চলুন জেনে নেওয়া যাক এর সম্বন্ধে সবকিছু। তবে তার আগে এই স্কিম সম্বন্ধে আপনাদের দিয়ে রাখি একটি ছোটো তথ্য। প্রতিদিন অল্প বিনিয়োগ করলে মাসের শেষে সেটা হয়ে দাঁড়াবে একটি বড় সংখ্যার টাকা। তবে নাম নথিভুক্ত করাতে পারবে ১৮ থেকে ৪০ বছর বয়সী লোকেরা।

এই স্কিমের নাম অটল পেনশন যোজনা। জানা গেছে, অল্প করে বিনিয়োগ করার বয়স শুরু ১৮ থেকে। ন্যূনতম ২০ বছর লাগাতার বিনিয়োগ করতেই হবে এই স্কিমে। বয়স যখন হবে ৬০, তখন প্রতিমাসে সরকার দেবে পাঁচ হাজার টাকা। এবার জেনে নেওয়া যাক বিনিয়োগ করা টাকার সম্বন্ধে। ১৮ বছর বয়স হলে, আপনাকে প্রতিমাসে বিনিয়োগ করতে হবে ২১০ টাকা অর্থাৎ ৭ টাকা প্রতিদিন করতে হবে খরচ। একটু আগেই যা বলা হলো, বয়স ৬০ পেরোলেই প্রতি মাসে পেনশন দেওয়া হবে পাঁচ হাজার টাকা সরকারের তরফ থেকে। তবে আপনি যদি মাস গেলে ৪২ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতিমাসে পেনশন পাবেন ১০০০ টাকা করে। এ সম্বন্ধে আরও জানতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনাদের ব্যাংকের সাথে।

BJP,Atal Pension Yojana,Central Govt

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে মোদি সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৫ লক্ষ টাকা করে দেশবাসীর অ্যাকাউন্টে দেওয়া এবং বছরে ২ কোটি চাকরি। ১০ বছর হতে যায়, কিন্তু আজও তা হয়নি পূরণ। এর জন্য মাঝেমধ্যেই বিরোধীদের দ্বারা কটাক্ষের শিকার হতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।




Leave a Reply

Back to top button