মহিলা সংরক্ষণ বিল পাশ হতে প্রকাশ্যে এক টুকরো ইতিহাস! স্মরণে বাঙালি সাংসদ গীতা মুখোপাধ্যায়…

মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে জড়িত গীতা মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।

পূর্বাশা, হুগলি: লোকসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ
সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে পাশ হয়েছে মহিলা
সংরক্ষণ বিল। তবে দেশের মহিলা সংসদদের মধ্যে যাঁর অবদান অনস্বীকার্য তিনি হলেন বাঙালি সাংসদ গীতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সনিয়া গাঁধী-সহ তাঁবড় রাজনীতিবিদদের মুখে শোনা গেল গীতা মুখোপাধ্যায়ের নাম। কে ছিলেন তিনি? আসুন কালের প্রবাহে ফিরে যাওয়া যাক।

India,Political,Politics,Women ReservationBill

গীতা মুখোপাধ্যায় ছিলেন সিপিআইয়ের নেত্রী। অবিভক্ত মেদিনীপুরের পাঁশকুড়া লোকসভা আসন
থেকে সাতবারের বিজয়ী সাংসদ ছিলেন তিনি।
রাজনৈতিক বিরোধিতার বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল তাঁর দিদি ও বোনের সম্পর্ক। গীতা মুখোপাধ্যায়ের প্রতিবাদী রূপকে চিনত গোটা দেশের জনসাধারণ। তিনি চিরকাল মহিলাদের আসন রক্ষার লড়াই চালিয়ে গেছেন।

India,Political,Politics,Women ReservationBill

গীতার নেতৃত্বাধীন কমিটি বিধানসভায় ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষণের জন্য জোরালো সুপারিশ করে। দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে লড়াই করা গীতা মুখোপাধ্যায়ের নাম আজ সকলের মুখে মুখে। তাঁর কৃতিত্বকে সন্মান ঠুকছেন সমস্ত দেশ বাসী থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা।




Leave a Reply

Back to top button