valentine’s day 2022 : ভ্যালেন্টাইন্স ডেতে পূর্ণতা পেল দুই কিডনি প্রতিস্থাপকের ভালোবাসা

প্রত্যুষা সরকার, কলকাতা : কথায় আছে ‘ যাব মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী ‘। ভ্যালেন্টাইন্স ডে ( valentine’s day 2022 ) -তে পূর্ণতা পেল এক ভালোবাসা।  ট্রান্সপ্ল্যান্ট গ্রহীতারা অ-ট্রান্সপ্লান্ট প্রাপকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অস্বাভাবিক কিছু নয়। এমন উদাহরণ অনেক রয়েছে। তবে দুজন প্রাপক একসাথে গাঁটছড়া বেঁধেছেন এটি খুবই অনন্য। ভালোবাসা ( valentine’s day 2022 ) থাকলে পৃথিবীর কোন শক্তি কাউকে আলাদা করতে পারে না সেটা পারিবারিক অশান্তি হোক বা শারীরিক অসুস্থতা। আসুন জেনে নিন এই দম্পতির কথা।

valentine’s day 2022: মেল বন্ধন

১৪ ফেব্রুয়ারি, সোমবার, ভ্যালেন্টাইন্স ডে ( valentine’s day 2022 ) র দিন ব্যাঙ্গালুরুর দুই কিডনি প্রতিস্থাপক আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। যদিও তাদের  বিয়েতে রাজি ছিলেন না অনেকেই। বর এবং কনে দুজনই একটি অস্বাভাবিক বন্ধনে আবদ্ধ ছিল। তারা উভয়েই প্রাণঘাতী রেনাল ডিসঅর্ডারের মুখোমুখি হয়েছিল। কিন্তু কিডনি প্রতিস্থাপনের পরেই তারা স্বাভাবিক জীবনে ফিরে পেয়েছে। সব প্রতিকূলতা পেরিয়ে পূর্ণতা পেল তাদের ভালোবাসা ( valentine’s day 2022 )। বর অবিনাশ শেখর ( Avinash Shekhar ), বয়স ৩০ বছর । বাবা এস শেখর ( S.Shekhar )   এবং মা সুমথি ( Sumathi ) রেনাল  ফেইলিওরের জন্য তাদের প্রথম সন্তানকে হারান। এরপর তাদের দ্বিতীয় সন্তান জন্ম নেয় অবিনাশ। অবিনাশ বড় হওয়ার সাথে সাথেই তাকে কিডনির সমস্যার সম্মুখীন হতে হয়। অন্যদিকে কোনে পবিত্র বাণী ( Pavitra Vani ) তার বয়স ৩০ বছর। তাঁকেও সম্মুখীন হতে হয় কিডনির সমস্যায়।

valentine's day 2022

valentine’s day 2022: সম্পর্কের বাঁধন

অবিনাশ তার পরিবারের দাতাদের সাহায্যে দুবার কিডনি প্রতিস্থাপন করেছে। এবং পবিত্রা একটি দান করা মৃত দেহের কিডনি থেকে উপকৃত হন। তাদের পরিচয় হয় যখন তারা দুজনেই বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়ে ওঠে যখন তারা একই টেট পার্কে কাজ শুরু করে। এক সংবাদমাধ্যমে অবিনাশ জানান, ‘ আমরা যে জীবন ফিরে পেয়েছি এটি একটি উপহার বিবেচনা করতে হবে। অঙ্গ দান সম্পর্কে এখনও তেমন সচেতনতা নেই এবং দান নিয়ে আতঙ্ক রয়েছে। অন্যরা যদি আমাদের মত লোকদের দেখে, তারা বুঝতে পারে অঙ্গ ব্যর্থতার বাইরে ও জীবন আছে। এবং অঙ্গ দান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে পড়বে।’

আরও পড়ুন….Happy Valentines Day 2022: ঋদ্ধি সুরঙ্গনা ভালবাসা পালন, সঙ্গে দোসর অনুপমের গান

আরও পড়ুন….Happy Valentines Day 2022 : প্রেমিক আপনাকে দেখবে আখি ভরে, দেখে নিন প্রেমদিবসের মেকআপ টিপস

valentine’s day 2022: কিডনি প্রতিস্থাপন

অবিনাশ দুই কিডনি প্রাপক। এমনকি তার বাড়িতেই তিনজন কিডনি দাতা। অবিনাশের বাবা ৩২ বছর আগে চন্দ্ররকে ( এস শেখরের শ্যালক ) একটি কিডনি দান করেন। এবং তার মা সুমাথি ২০১৩ সালে প্রথমবার অবিনাশকে কিডনি দান করেন। কিন্তু প্রথমবার তার প্রতিস্থাপন সফল হয়নি। এরপর ২০১৫ সালে তার মাসি তাকে একটি কিডনি দান করেন যার ফলে জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছিলেন অবিনাশ। এত প্রতিকূলতা সত্ত্বেও ইঞ্জিনিয়ারিং শেষ করেই একটি কর্পোরেট সংস্থায় কাজ করতেন অভিনাশ। অন্যদিকে পবিত্রা একজন এমবিএ স্নাতক।

valentine’s day 2022: নেফ্রলজিস্ট ডাঃ শঙ্করন সুন্দর এর কথা

বিয়েতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নেফ্রলজিস্ট ডাঃ শঙ্করন সুন্দর। এক সংবাদ মাধ্যমে তিনি বিবাহ বিষয়ে জানান, ‘ দুজন ট্রান্সপ্লান্ট প্রাপকের বিয়ে করতে দেখা খুব আনন্দের বিষয়।  তারা স্বাভাবিক জীবন-যাপন করতে পারে’। তিনি আরো জানান, তিন দশকেরও বেশি সময় ধরে চলা তার ক্যারিয়ারে এটি এই ধরনের দ্বিতীয় দম্পতি। নেপাল থেকে একজন দম্পতির ছিল যারা উভয়ই কিডনি প্রতিস্থাপন প্রাপক। যারা বিয়ে করেছিলেন। তিনি বলেন, একজন নেফ্রলজিস্ট এর জন্য এই ধরনের সাফল্যের গল্প দেখা অপ্রতিরোধ্য।




Leave a Reply

Back to top button