রাহুলের ‘অহঙ্কারি রাবণ’ কটাক্ষের জবাবে কী ‘গুগলি’ দেবেন মোদী? আজ সংসদে টানটান উত্তেজনা
বিরোধীদের লক্ষ্য, প্রধানমন্ত্রীকে সংসদে এনে বিবৃতি দেওয়ানো।

আজ, বৃহস্পতিবার গোটা দেশের নজর সংসদের দিকে। ‘ইন্ডিয়া’ জোটের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মণিপুরের হিংসা ও অশান্তি নিয়ে সংসদে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। মোদীকে ‘অহঙ্কারি রাবণ’-এর সঙ্গে তুলনা করেছেন। আজ তার উত্তরে সংসদে মোদী কী বলেন, সে দিকেই নজর থাকবে সকলের।
মণিপুর নিয়ে বিজেপিকে কোণঠাসা করার মরিয়া চেষ্টা করছে কংগ্রেস। বুধে তারই বেশ কিছু ঝলক দেখা গেছে রাহুলের বক্তৃতায়। ভারত জোড়ো যাত্রার কথা দিয়ে ভাষণ শুরু করে মণিপুর ইস্যুতে মোদীকে নিশানা করেন কংগ্রেস সাংসদ। মোদীকে ‘অহঙ্কারি রাবণ’-এর সঙ্গে তুলনা করে রাহুল বলেন, ‘বিজেপি মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছে’। একই সঙ্গে মোদীকে ঘুরিয়ে ‘দেশদ্রোহী’ বলার চেষ্টাও করেন তিনি।
অন্যদিকে বিরোধীদের অভিযোগের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘মণিপুরের ঘটনা নিন্দনীয়, কিন্তু সেই পরিস্থিতি নিয়ে রাজনীতি করা আরও বেশি নিন্দনীয়। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে’।
মণিপুর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ? চলতি বাদল অধিবেশনের শুরু থেকে এই ইস্যুকেই হাতিয়ার করেছে বিরোধীরা। তাদের লক্ষ্য, প্রধানমন্ত্রীকে সংসদে এনে বিবৃতি দেওয়ানো। সেই জন্য নিশ্চিত হার জেনেও অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলি। ৮ আগস্ট থেকে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুধবার বক্তব্য পেশ করেন রাহুল।
আজ লোকসভায় বিকেল ৪টেয় মণিপুর নিয়ে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাব দেবেন অনাস্থা প্রস্তাবের। বিরোধী জোটের ‘দ্বিচারিতা’ এবং কংগ্রেসের পরিবারতন্ত্রকে আক্রমণ করতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর আগে মোদী বিজেপি সাংসদদের নিয়ে যে বৈঠক করেছিলেন, সেখানে বলেছিলেন, ‘বিরোধীরা ২৪-এর আগে একটা সেমিফাইনাল চাইছে। দেখে নিতে চাইছে জোটে তাদের সঙ্গে কে কে আছে। শেষ বলে ছক্কা হাঁকানোর চেষ্টা’।