বিশ্ববিদ্যালয়ে পড়াতে বাধ্যতামূলক নয় পিএইচডি! নির্দেশিকায় নতুন চমক UGC এর তরফে

উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এতদিন পড়ানোর জন্য পিএইচডি ডিগ্রি থাকা ছিল বাধ্যতামূলক। সে সব এখন অতীত, ইউজিসি র (UGC) নয়া নির্দেশিকায় পুরোটাই চমক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পিএইচডি- ডিগ্রির দিন অস্তাচলের পথে। এবার থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি র বদলে বিশেষজ্ঞদের নিয়োগ ইউজিসি-র (UGC)  নয়া চমক।

ইউজিসি প্রধান এম জগদেশ কুমার বলেছেন, “অনেক বিশেষজ্ঞ আছেন যারা শেখাতে চান। এমন কেউ হতে পারে যিনি বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং অনেক বাস্তব অভিজ্ঞতা আছে, অথবা একজন দুর্দান্ত নৃত্যশিল্পী বা সঙ্গীতশিল্পী হতে পারেন যার দক্ষতার পরিসীমা অনেক। কিন্তু আমরা তাদের নিয়োগ করতে পারি না বর্তমান নিয়মের গেরোয়,”।

এ সমস্যা মেটাতে তাই বিশেষ পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। “পিএইচডি করার কোন প্রয়োজন হবে না, বিশেষজ্ঞদের শুধুমাত্র একটি প্রদত্ত ডোমেনে অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে,” তিনি যোগ করেছেন তাঁর বক্তব্যে। এই নতুন পদগুলি অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষতার ওপর ভিত্তি করে। 

এই পরিকল্পনাটি ভালভাবে সম্পাদিত হলে, তাহলে ইউজিসি (UGC)  নিশ্চিত করতে পারে যে ‘বিশেষজ্ঞ’ এবং/অথবা ‘অধ্যাপকদের’ নিয়োগের অনুমতি দেওয়ার সময়, তারা শুধুমাত্র তাদের বাস্তব অভিজ্ঞতা পরীক্ষা করবে এবং এই বিশেষ পদগুলির মধ্যে কোনো একটির অধীনে পিএইচডি ডিগ্রি বিবেচনা করবে না।

গত বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রা ইউজিসি (UGC)  প্রধান এম জগদীশ কুমারের সাথে বৈঠকে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। এই কমিটি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নয়া সংশোধন নিয়ে আলোচনা করবে । এর পাশাপাশি জাতীয় শিক্ষা নির্দেশিকা নিয়েও আলোকপাত করবে। 

২০১৮-তে কেন্দ্র ঘোষণা করেছিল, ২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নেট কিংবা সেট ছাড়াও যোগ্যতা হিসেবে পিএইচডি থাকা জরুরি। কিন্তু এ বার সেই যোগ্যতায় ছাড় দিতে বাধ্য হল শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কাছ থেকে আমরা অনেক অনুরোধ পাচ্ছি। কিন্তু পিএইচডি না থাকায় সেই পদ পূরণ করা যাচ্ছে না।” 

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকের বহু পদ ফাঁকা পড়ে রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য তাদের নির্দেশ পাঠানো হয়েছে।” 

আরও পড়ুন গেরুয়া ঝড়ে নিভে গেল ‘বহেনজি’ র আশার প্রদীপ, রাজনীতিতে মায়ার দিন শেষ ?

আরও পড়ুন কারো উন্মুক্ত বক্ষ বিভাজিকা তো কারো উন্মুক্ত পা,এভাবেই ‘পোশাক বিভ্রাটের’ শিকার অভিনেত্রীরা




Leave a Reply

Back to top button