একধাক্কায় ২০০ টাকা, উজ্জ্বলা যোজনায় কমছে রান্নার গ্যাসের দাম, জনগণকে স্বস্তি দিয়ে ঘোষণা কেন্দ্রের

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি আরও ২০০ টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। বর্তমানে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। সেটা বাড়িয়ে ৪০০ টাকা করা হল। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে উজ্জ্বলা যোজনায় গ্যাস বুক করলে ভর্তুকির টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হয়। অর্থাৎ যদি কেউ ১১৩০ টাকা দিয়ে গ্যাস বুকিং করেন, তাহলে তাঁর অ্যাকাউন্টে ২০০ টাকা পাঠায় কেন্দ্র। এখন সেটাই বাড়িয়ে ৪০০ টাকা করা হল।

Central Government,Ujjwala Yojana,Cooking Gas,Price

বর্তমানে রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়েছে। নাজেহাল মধ্যবিত্ত। চব্বিশে লোকসভা ভোট। তার আগে চার রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ যে লাগাম ছাড়াচ্ছে, বুঝতে পেরেই কেন্দ্র ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিল বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

উজ্জ্বলা যোজনায় বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় সরকার। গত মার্চ মাসের হিসেব অনুযায়ী, সারা দেশে ভর্তুকির সুবিধা পান ৯.৫ কোটি মানুষ। সেই ভর্তুকির পরিমাণ এবার বাড়ানো হল। তবে শুধু রান্নার গ্যাস নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। মুদ্রাস্ফীতিতে রাশ টানতে সরকার কী পদক্ষেপ নেয় এখন সেটাই দরকার।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে যে অসন্তোষ দানা বাঁধছে তা কেন্দ্রীয় নেতৃত্বকে একাধিকবার জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। গত বছর গুজরাতে বিধানসভা ভোটের আগে গ্যাসের সিলিন্ডারে রাজ্য স্তরে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপ্রদেশেও বিধানসভা ভোটের আগে শিবরাজ সরকার রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে।




Leave a Reply

Back to top button