Union Budget 2022 : “দেশ এগোচ্ছে”, কিন্তু বাজেটে পিছিয়ে পড়ছে পরিবেশ

রাখী পোদ্দার, কলকাতা : তবে কি সত্যিই পরিবেশ ( Environment) সংক্রান্ত বিষয় নিয়ে সরকার চিন্তিত, নাকি শুধুমাত্রই দ্বিচারিতা? এ বছরের ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সভায় বাজেট ( Union Budget 2022) পেশে পরিবেশ সংক্রান্ত তথ্য নিয়ে ঘোষণাকে ঘিরে অর্থনীতিবিদ-সহ বিভিন্ন পরিবেশ সংক্রান্ত শিবিরে এই প্রশ্ন ও সন্দেহ হয়ে উঠেছে প্রবল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ( Union Finance Minister) নির্মলা সীতারামন ( Nirmala Sitharaman) বাজেট ঘোষণায় জানান, বন ও পরিবেশ মন্ত্রকের জন্য এ বছরে ৩০৩০ কোটি ( Crore) টাকা বরাদ্দ করা হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৫.৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশীয় সৌরশক্তির পরিকাঠামো তৈরিতে আলাদা করে বরাদ্দ করা হয়েছে ১৯,৫০০ কোটি টাকা।
Union Budget 2022 : বাজেট তথ্য –
এদিন বাজেটে (Union Budget 2022) জানানো হয়েছে, সৌর বিদ্যুতের পাশাপাশি কার্বন নির্গমন রুখতে তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট জ্বালানির ৫-৬ শতাংশ বায়োমাস ( Biomass) ব্যবহার করা হবে। তবে এক্ষেত্রে পরিবেশবিদদের মধ্যে অনেকেই মনে করছেন এটা বায়ুদূষণ ও জলবায়ু বদলের বিরোধী পদক্ষেপ। বারংবার প্রশ্ন উঠে আসছে সেক্ষেত্রে কেন কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের ( Commission for Air Quality Management) রাদ্দ কমানো হল, কেনই বা জাতীয় জলবায়ু সংক্রান্ত প্রকল্পে বরাদ্দ রাখা হল অপরিবর্তিত?
Union Budget 2022 : বিশেষজ্ঞদের মতামত –
অনেক পরিবেশবিদের মতে, পরিবেশ বান্ধব অর্থনীতির কথা বলা হলেও উপকূল প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে। এছাড়াও বড় অঙ্কের বরাদ্দ কমেছে পরিবেশ সংক্রান্ত শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ ক্ষেত্রেও। ইনস্টিটিউট অব এনার্জি ইকনমিক্স অ্যন্ড ফিনান্সিয়াল অ্যানালিসিসের ( Institute of Energy Economics and Financial Analysis) শক্তি-অর্থনীতিবিদ বিভূতি গর্গের ( Bibhuti Gorg) মতে, বাজেট (Union Budget 2022) পেশ করার সময় পরিবেশ রক্ষার নানান বক্তব্য রাখা হলেও পরিবেশ বান্ধব শক্তির উন্নয়নে তেমন নজর দেওয়া হয়নি।বিশিষ্ট নদী বিশেষজ্ঞ তথা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্রের ( Kalyan Rudra) মতে, নদী সংযুক্তির মাধ্যমে পরিবেশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে এই বাজেটে। নদী সংযুক্তির ফলে সেচের খরচ বাড়বে এবং একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে নদীর জীববৈচিত্র।আপাত দৃষ্টিতে পরিবেশ পরিকাঠামোতে আগের বছরের তুলনায় বরাদ্দ বৃদ্ধি করা হলেও আদতে দেশে পরিবেশ ( Environment) রক্ষার বিষয়টিকে কতটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে নানান শিবিরে। কারণ, বায়ুদূষণ ও উপকূল প্রকল্পে বরাদ্দ কমেছে। আবার অন্য দিকে অনেকের অভিযোগ, সামগ্রিক ভাবে বাজেটে ( Budget 2022) পরিবেশের প্রতি মনোভাবে সরকারের দ্বিচারী মনোভাব স্পষ্ট ফুটে উঠেছে।
আরও পড়ুন : Kanhai Kumar: মুখে কালি! তীব্র অসন্তোষে কংগ্রেড কানহাইয়া, উওপ্ত লখনউয়ের রাজনীতি