Union budget 2022 : করদাতাদের ঝক্কি কমাতে এগিয়ে কেন্দ্র, তবে নেই গঠনমূলক বার্তা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে সংসদে শুরু হল বাজেট পেশ। যথারীতি বাজেটের দিকে তাকিয়ে দেশের নানা মহল। একাধিক মহলের আশা, আয়করের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। তবে এবার কাজটা যথেষ্ট যথেষ্ট কঠিন হতে চলেছে সীতারামনের সামনে। একদিকে যেমন বাজেট ( Union Budget 2022 ) ঘাটতি নিয়ন্ত্রণে রেখে কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, নিম্ন ও মধ্যবিত্তের সমস্যার সমাধান করা যায়, অর্থনীতির পুনরুজ্জীবন করা যায়, সেইসব প্রশ্নের উত্তর দিতে হবে। তারই মধ্যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে বিশেষ ঘোষণা হতে পারে।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভুল শোধরানোর জন্য করদাতাদের বাড়তি সময় দিয়েছে। তিনি জানিয়েছেন, “২০২২-২৩ সাল থেকে করদাতারা সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ারের দু’বছরের মধ্যে (বছর শেষের ২ বছরের মধ্যে) সংশোধিত রিটার্ন ( Union Budget 2022 ) ফাইল করতে পারবেন। তার ফলে ঝক্কি কমবে করদাতাদের। এছাড়াও, মামলার ঝঞ্ঝাটও কমবে।”
এছাড়াও, কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে কমানো হচ্ছে সারচার্জ ও কর। এদিন বাজেট পেশকালীন জানানো হয়েছে, কো-অপারেটিভ ( Union Budget 2022 ) সোসাইটির ক্ষেত্রে সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হবে। কর কমিয়ে ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ করা হবে।
উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৩ সালে ব্যয় হবে ৩৯.৪৫ লক্ষ কোটি টাকা। রাজস্ব ঘাটতি ৬.৪ শতাংশ হতে পারে। সাল ২০২৫-এর মধ্যে এই রাজস্ব ঘাটতি ৪ শতাংশে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। পাশাপাশি, রাজস্ব ঘাটতি কম করতে বেসরকারি বিনিয়োগে জোর দেওয়া হচ্ছে সরকার তরফে। এছাড়াও, রাজ্যগুলিকে সুদবিহীন ( Union Budget 2022 ) ঋণ প্রদান করা হবে। অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর জন্য রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৫০ বছরের জন্য সেটা করা হবে। তা প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প এবং অন্যান্য বিনিয়োগ পরিকল্পনার জন্য ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, এদিন করদাতাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন সীতারামন। বার্তা ( Union Budget 2022 ) দিয়েছেন কর ব্যবস্থায় সরলীকরণ ঘটানোর। তবে আয়করদাতা উদ্দেশ্যে কোনোরকম গঠনমূলক বার্তা বিশেষভাবে দেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরও পড়ুন : Union Budget 2022 : ‘এয়ার ইন্ডিয়া বেচেছি, রেলের শেয়ার বেচেছি; দেশ এগোচ্ছে’ – অর্থমন্ত্রী নির্মলা সীতারমন