Union Budget 2022 : ‘এয়ার ইন্ডিয়া বেচেছি, রেলের শেয়ার বেচেছি; দেশ এগোচ্ছে’ – অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

সংসদে বাজেট ( Union Budget 2022) পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুরুতেই করোনা অতিমারিতে যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের প্রতি সহানুভূতি প্রকাশ করলেন অর্থমন্ত্রী। বাজেটের শুরুতেই কেন্দ্রের লক্ষ্য সাফভাবে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, “আমাদের সরকারের মূল লক্ষ্য হল দরিদ্র ও প্রান্তিক মানুষদের আর্থিক সাহায্য করা।”

দেশের কর্মসংস্থান বাড়াতে আত্মনির্ভরতার বার্তাই দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, “আত্মনির্ভর ভারতে বিপুল কর্মসংস্থান হওয়ার সুযোগ রয়েছে। এই বাজেটই আগামী ২৫ বছরের আর্থিক দিশা দেখাবে।” দেশের চাকুরিরত শ্রেণির অন্যতম প্রত্যাশাই হল আয়করের উপরে ছাড়। তাদের দাবি, আয়করে ছাড় মিললে হাতে যে অতিরিক্ত টাকা থাকবে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাই বৃদ্ধি পাবে, যার প্রভাব পণ্যের চাহিদা ও দেশের অর্থনীতির উপর পড়বে।

Union Budget 2022

এই বাজেটে ( Union Budget 2022) দেড় লক্ষ টাকা অবধি সরাসরি করের উপর যে ছাড় রয়েছে, তা পর্যালোচনা করে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ছাড়ের সীমা ১৫ লক্ষ টাকা অবধি করার দাবি জানানো হয়েছে। অধিবেশনের প্রথম ভাগে পেশ হবে না আইনি প্রস্তাবনা সোমবারই সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।

Union Budget 2022- চলতি বাজেট অধিবেশনে কী কী পরিকল্পনা রয়েছে কেন্দ্রের?

Union Budget 2022

কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল জানান, যেহেতু এবারের বাজেট ( Union Budget 2022) অধিবেশনের প্রথম অংশের মেয়াদ ছোট, সেই কারণে এই অংশে কোনও আইনি প্রস্তাব বা বিল পেশ করা হবে না। তিনি আরও জানান, বাজেট অধিবেশনের প্রথম অংশে রাজ্যসভায় কেবল দুবারই বিতর্ক আলোচনার সুযোগ থাকবে, রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ জ্ঞাপন ও কেন্দ্রীয় বাজেট প্রস্তাবনা পেশ করার পর।

অর্থমন্ত্রী বলেছেন, ‘প্রতি ঘরে পাইপের জল পৌঁছে দেওয়ার জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ। ৮০ লক্ষ পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাবেন। এরজন্য রাজ্যসরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ’। তিনি আরও বলেছেন, ‘রেলে পিপিপি মডেলকে আরও উত্সাহ দেওয়া হবে। পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে প্রকল্প। ৬০ কিলোমিটার দীর্ঘ ৮টি রোপওয়ে চালু হবে।এর ফলে পর্যটন শিল্পের উন্নতি এবং পরিষেবার উন্নতি হবে’।

উল্লেখ্য, পিপিপি মডেল বলতে বোঝায়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ যেখানে সরকারী সম্পত্তির কিছু অংশের উপর বেসরকারিলগ্নি হবে। কিন্তু মোটের উপর আসল কথা হিসাব্র তিনি জানিয়েছেন, ” অন্যান্য বছরের তুলনায় এই বছর দেশ অনেক বেশি এগিয়েছে, বৌদ্ধিক ভিত্তিতে”.

আরও পড়ুন : Rabindranath Tagore : রবীন্দ্রনাথ এখানে কখনো থেকেছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের কবিগুরুর স্মৃতির বাড়ির মালিক দুই বাঙালি




Leave a Reply

Back to top button