UP ASSEMBLY ELECTIONS 2022: গেরুয়া ঝড়ে বিদ্ধস্ত অখিলেশের সাইকেল! বিজেপি এগিয়ে ২৫৯ টি আসনে

গেরুয়া ঝড়ে উড়ে গেলো উত্তরপ্রদেশের অন্যান্য রাজনৈতিক দল। বিজেপির প্রাপ্ত আসনের নিরিখে এইরকমই ভাবছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বিজেপির(Bhartiya Janata Party) মোট আসন ২৫৯ আসনে এগিয়ে, সমাজবাদী পার্টি(Samajwadi Party) ১২৮, বিসপি(Bahujan Samajwadi Party ) ৭ এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেস(All India National Congress) ৫টি আসন পেয়েছে(UP ASSEMBLY ELECTIONS 2022)। উত্তরপ্রদেশে বিজেপির উত্থান যে আরও হবে তা আগেই জানিয়েছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, কিন্তু সমাজবাদী পার্টি ছাড়া অন্য দলেরা সব বাদের খাতায় চলে যাবে সেটা কেউ কল্পনা করতে পারেনি(UP ASSEMBLY ELECTIONS 2022)।
আরও পড়ুন: পরীক্ষা সম্পূর্ণ হয়নি, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, টুইটে কড়া বার্তা অখিলেশ যাদবের
রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৩০০-র গণ্ডি। অখিলেশ যাদবের(Akhilesh Yadav) সমাজবাদী পার্টি আসন সংখ্যার নিরিখে অনেক পিছিয়ে, যত সময় এগোচ্ছে ততই সমাজবাদী পার্টির ঝুলি থেকে আসন ছিনিয়ে নিচ্ছে বিজেপি। এই নির্বাচনে(UP ASSEMBLY ELECTIONS 2022) যে মানুষ আদিত্যনাথকেই(Yogi Adityanath) বেছে নেবে তা আগেই বোঝা যায়। কিন্তু অন্য সব চিন্হ যে এই ভাবে মুছে যাবে দেশের সবচেয়ে বড় রাজ্য দিয়ে সেটা অস্মিনকালেও কেউ ভেবে উঠতে পারেনি(UP ASSEMBLY ELECTIONS 2022)। উত্তর প্রদেশের নির্বাচনী ময়দানে অখিলেশ যাদবের পাশে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Mamta Banerjee)। প্রচারের ময়দান থেকে রন হুংকার ছাড়েন মমতা যোগী কে উদ্দেশ্য করে, কিন্তু তা দাগ কাটতে পড়লো না এই নির্বাচনে(UP ASSEMBLY ELECTIONS 2022)।
আরও পড়ুন: গৃহিনীদের হেঁশেলে নিন্দনীয় ফ্লিপকার্ট, নারী দিবসের এই বার্তার জন্য ক্ষমাপ্রার্থীও
এদিকে উত্তরাখণ্ডের(Uttarakhand) বুকে ৭০ টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ৪২ টি আসনে, কংগ্রেস ২২ টি আসনে এবং অন্যান্য দলের প্রাপ্ত আসন সংখ্যা ৪। উত্তরপ্রদেশে ও উত্তরাখণ্ডে বিজেপি গেরুয়া ঝড় তুললেও পাঞ্জাব ও গোয়া – তে বিশেষ চমক দেখাতে পারেনি কেন্দ্রীয় শাসক দল। পাঞ্জাব(Punjab) প্রদেশে বিজেপির আসন সংখ্যা মাত্র ৪টি, কৃষকরা যে কোনোমতেই এক ইঞ্চি জায়গা দেবে না বিজেপি কে সেটা তারা বুঝিয়ে দিয়েছেন। সেখানে কংগ্রেস ১৩টি আসনে জয়ী হয়েছে এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ঝুলিতে এসেছে মোট ৯০ টি আসন। এদিকে মনিপুরে মোদীর দল ২৬ টি আসনে এগিয়ে এবং কংগ্রেস ১৩ টি আসনে এগিয়ে।