তবে কি জাতের নিরিখেই ভোট পড়ল রামরাজ্যে, জেনে নিন

উত্তর প্রদেশ সহ তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে এতগুলি ভোট আসায় তাদের আত্মবিশ্বাস এখন সপ্তম স্তরে। গণতন্ত্রের এই উৎসব আমাদের প্রত্যেকবারই কোনো না কোনো শিক্ষা দেয়(UP ASSEMBLY ELECTIONS 2022)। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন পাখির চোখ ছিল বিজেপির কাছে। লক্ষ্য পূরণে সাফল্য পেলেও সাধারন মানুষের সমস্যার সমাধান কতটা অগ্রাধিকার পাবে আগামী সরকারের কাছে তা নিয়ে অবশ্য নানা গুণীর নানা মত(UP ASSEMBLY ELECTIONS 2022)। যদিও নির্বাচনী প্রচার তার একটা ইঙ্গিত আগে থেকেই দিয়েছে আমাদের। হিন্দুত্ববাদী প্রচার করলেও জাত নির্বিশেষে ভোট পেয়েছে বিজেপি(UP ASSEMBLY ELECTIONS 2022)।
আরও পড়ুন:“বাবাই মাকে কুপিয়ে খুন করেছে”, কাঁদো কাঁদো গলায় মায়ের মৃত্যু বয়ান দিল শিশুকন্যা
এদিকে অখিলেশ যাদবের ভোট শতাংশ বেড়েছে আগের নির্বাচনের তুলনায়। কিন্তু সমাজবাদী পার্টি সেভাবে দাগ কাটতে পারেনি এই নির্বাচনে। এমনকি যে যাদবদের ভোট এতদিন শুধুমাত্র সমাজবাদী পার্টির পক্ষে যেত, তারাও এবার বিভাজিত। তবে কি জাতের রাজনীতির অবসান ঘটছে ইউপিতে(UP ASSEMBLY ELECTIONS 2022)।গভীরভাবে দেখলে বোঝা যাবে ত একেবারেই সত্যি না। উত্তর প্রদেশের রাজনীতির সিংহ ভাগ জুড়ে রয়েছে জাত। এছাড়াও বিজেপি এইবারের নির্বাচনে অবিসি দের ভোটের একটি বড় অংশকে নিজের দিকে টানতে সক্ষম হয়েছে(UP ASSEMBLY ELECTIONS 2022)। দিন দিন এই জাতের রাজনীতি উত্তর প্রদেশের রাজনীতিতে আরও গভীর জাল বিস্তার করেছে। এছাড়াও সরকারের বিরুদ্ধে যথার্থ ইস্যু বিরোধীরা তুলে না ধরতে পারায় নির্বাচনে অনেকটা সাহায্য পেয়েছে বিজেপি। ৪০৩ টি আসনের মধ্যে ২৭০ টি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। এছাড়াও বিরোধীদের দিয়ে মনিপুর, উত্তরাখণ্ড ছিনিয়ে নেওয়ার পর আগামী কয়েক বছরে বিজেপি যে একমাত্র সর্ববৃহৎ এবং শক্তিশালী দল এ দেশের তা আর কারোর বুঝতে বাকি নেই। এমনকি জাত, লিঙ্গ নির্বিশেষে উত্তর প্রদেশের মানুষ বেছে নিয়েছে মোদিকেই(UP ASSEMBLY ELECTIONS 2022)।
আরও পড়ুন:আইটেম ড্যান্সই বিবাহ জীবনের বাঁধা, বিচ্ছেদের পর উঠে এলো অন্য কাহিনী
অন্যদিকে অনেকে মনে করছেন মোদীর পর বিজেপির প্রাইম মিনিস্টার মুখ একমাত্র যোগী। অবশ্যই পার্টিতে মোদী ছাড়াও অনেক অনেক বর্ষীয়ান নেতা রয়েছেন, কিন্তু জনপ্রিয়তার মাপকাঠিতে এগিয়ে একমাত্র যোগী(UP ASSEMBLY ELECTIONS 2022)। এছাড়াও যোগীর ব্যক্তিত্ব বিজেপি কর্মীদের মধ্যে আগামী প্রধানমন্ত্রীর এক আসার আলো জাগিয়েছে। যার মূল্য রয়েছে নানান প্রকল্প, মফিয়ারাজ শেষ করা এবং কট্টর হিন্দুত্ব।