যোগীকে ‘ভোগী’ বলে কটাক্ষ, অখিলেশের হাত ধরেই ফের উত্তরপ্রদেশে ‘খেলা হবে’স্লোগান মমতার

শুরু হয়ে গিয়েছে উত্তরপ্রদেশে নির্বাচন ( UP Election 2022 ) প্রক্রিয়া। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের জোরদার প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। পাল্লা দিয়ে চলছে পদ্মশিবির (BJP) বনাম অখিলেশ শিবিরের ( Samajwadi Party ) প্রচার। এরই মধ্যে এবার সমাজবাদীদের জয়ের লক্ষ্যে বারাণসীতে প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বারাণসীতে যাওয়াই মূল লক্ষ্য ছিল তাঁর। তাই পুর ভোটের ফল ঘোষণার পর, বিপুল জয়ে আশ্বস্ত হতেই উত্তরপ্রদেশ গেলেন মুখ্যমন্ত্রী।
এদিন পদ্মশিবিরের (BJP) বারাণসীতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। গতকাল অর্থাৎ বুধবার বারাণসী বিমানবন্দর থেকে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি যাবার সময় মুখ্যমন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে আক্রমণ শুরু করে, মমতাকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ (Go Back) স্লোগান দিতে থাকে তারা। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। বৃহস্পতিবার অখিলেশ যাদবের সভা থেকে তাই গেরুয়া শিবিরকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালের ঘটনা নিয়ে এদিন তিনি বলেন, তার গাড়িকে লক্ষ্য করে ‘ওয়াপস যাও’ স্লোগান দেয় বিজেপি। এরপর তিনি বলেন, ‘আমি তখনই বুঝে গেছি এরা পুরো গেছে। বিজেপি বিদায়!’ আরও যোগ করে বলেন, অতীতে তাঁর ওপর অনেক হামলা হয়েছে, অনেক মার খেয়েছেন তিনি। কিন্তু কখনও মাথা নত করেননি। তাঁর কথায়, ‘আমি কাপুরুষ নই, আমি একজন যোদ্ধা।’ এমনকি অখিলেশের শিবিরে গিয়ে ‘খেলা হবে’ স্লোগানও তোলেন মুখ্যমন্ত্রী। যোগীকে ‘ভোগী’ বলে কটাক্ষ করে ঘরের ছেলে অখিলেশের জন্য ভোট চাইলেন মমতা।বলেন, ‘বাংলা পারলে উত্তরপ্রদেশও পারবে’। পাশাপাশি জনগনকে উদ্দেশ্যে করে তিনি বলেন, অখিলেশকে জেতালে শপথগ্রহন অনুষ্ঠানে যাবেন তিনি।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশে বিজেপিকে বেশ কিছুটা জব্দ করেছে সমাজবাদী পার্টি ( Samajwadi Party )। বিজেপিকে রুখতে একাধিক রাজনৈতিক দলের সমর্থন মিলেছে সমাজবাদীদের। একজোট হয়ে বিজেপিকে হারাতে মরিয়া হয়ে উঠেছে তারা। এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানান জল্পনা-কল্পনা।
প্রসঙ্গত, শুরু হয়েছে গেছে উত্তরপ্রদেশের নির্বাচনের প্রক্রিয়া। ২০১৭ স্সালের মতই মোট সাত দফায় ভোট হবে সেখানে। গতবার ৪০৩টা আসনের ৩১২টি আসনে জয় লাভ করে বিজেপি ( BJP )। আগামী ৭ই মার্চ বারাণসীতে নির্বাচন এবং ১০ মার্চ হবে ফল প্রকাশ। গনতন্ত্রের ভিত্তিতে ব্যাটন কার হাতে যাবে, তা জানতে আর কিছু সময়ের অপেক্ষা মাত্র।