Uttar Pradesh Election : সমাজবাদী পার্টি পাকিস্তানের! নির্বাচনী হাওয়া উত্তরপ্রদেশ এখন যোগীময়

উত্তরপ্রদেশে হাইভোল্টেজ প্রচার। রাজনৈতিক মহলের চুলচেরা বিশ্লেষণ। দেশের বৃহত্তম রাজ্যের বিধানসভা ভোটের (Uttar Pradesh Election) ফলাফল নিয়ে তুঙ্গে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের আগ্রহ। উত্তরপ্রদেশ নির্বাচনের (Uttar Pradesh Election) ফলাফল দেশের রাজনীতিতেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তাই এই রাজ্যের ফলাফল নিয়ে স্বাভাবিকভাবেই রয়েছে বাড়তি আগ্রহে। গত পাঁচ বছরে রাজ্যে যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রেদেশে ক্ষমতাসীন। তারা কি বিধানসভা ভোটে ফের বাজিমাৎ করতে পারবে? নাকি ক্ষমতা দখল করবে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি জোট? কতটা প্রভাব বিস্তার করতে পারবেন বিএসপি নেত্রী মায়াবতী? রাজ্যে সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট বাক্স খুলবে আগামী ১০ মার্চ। ওই দিন ভোটগণনায় জানা যাবে চূড়ান্ত ফলাফল। তার আগে বুথ ফেরত সমীক্ষায় দেশের সবচেয়ে বড় রাজ্যে বিধানসভার ফল কেমন হতে পারে, তার একটা ইঙ্গিত মিলেছে। কার দখলে লখনউের তখত ?
উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় আসতে পারে বিজেপি (BJP)। এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বুথ ফেরত সমীক্ষায়। উত্তরপ্রদেশ ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরৎ সমীক্ষা। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী উত্তরপ্রদেশে ২৮৮ থেকে ৩২৬টি আসন পেয়ে ফের একবার ক্ষমতায় আসতে পারে বিজেপি ও তার সহযোগী দলগুলি।
অন্যদিকে সমাজবাদী পার্টি (SP) ও তার সহযোগী দলগুলির ঝুলিতে যেতে পারে ৭১ থেকে ১০১টি আসন। এমনটাই জানাচ্ছে এক্সিট পোল। পাশাপাশি বিএসপি (BSP) পেতে পারে ৩ থেকে ৯টি আসন। এদিকে কংগ্রেস দখলে আসতে পারে ১ থেকে ৩টি আসন। আর ২ থেকে ৩টি আসন যেতে পারে অন্যান্যদের দখলে।
বুথ ফেরৎ সমীক্ষায় যা উঠে আসছে, সেই অনুযায়ী উত্তরপ্রদেশের মানুষ ফের একবার কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকারের প্রতিই আস্থা রাখতে চলেছেন। কারণ এক্সিট পোল অনুযায়ী বিপুল পরিমান আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও তার সহযোগী দলগুলি। আবারও মুখ্যমন্ত্রীর আসনে দেখা যেতে পারে যোগী আদিত্যনাথকে ।
উত্তরপ্রদেশে মোট আসন ৪০৩। মোট ৭ দফায় হয় নির্বাচন। এক্সিট পোল ঘোষণার প্রথম থেকেই এগিয়ে যেতে থাকে বিজেপি। শেষ পর্যন্ত ২৮৮ থেকে ৩২৬টি আসন নিয়ে বিজেপি ও তার সহযোগী দলগুলির ফের উত্তরপ্রদেশের ক্ষমতায় আসাল ইঙ্গিত পাওয়া যায়।
সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার সহযোগীরা পেতে পারে ৪১ শতাংশ ভোট।৩৪ শতাংশ ভোট যেতে পারে সমাজবাদী পার্টি- RLD জোটের পক্ষে।মায়াবতীর বিএসপি পেতে পারে ১৭ শতাংশ ভোট।৫ শতাংশ ভোট যেতে পারে কংগ্রেসের ঝুলিতে।এবং অন্যরা প্রায় ৩ শতাংশ ভোট পেতে পারে উত্তরপ্রদেশে।
এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে, বিজেপির বিরোধিতায় সরাসরি অখিলেশ যাদব তথা সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি উত্তরপ্রদেশে অখিলেশ যাদবই জিতুক, এমনটাই তিনি চান বলেও জানান মমতা। আবার অখিলেশের সমর্থনে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে। এখন দেখার এত ঘটার পর শেষ পর্যন্ত কাকে বেছে নিলেন উত্তরপ্রদেশের মানুষ।
আরও পড়ুন মেদহীন শরীরে মোহময়ী হয়ে উঠলেন,ছিপছিপে গড়নে অনুপ্রেরণা জোগাচ্ছেন অংশুলা কাপুর
আরও পড়ুন Alia Bhatt : গ্যাল গ্যাডোটের পাশে এবার গাঙ্গুবাই, বলিউড ছেড়ে এবার সফর হবে হলিউডে