“মাফিয়ারাজ খতম করেছে বিজেপি!” পঞ্চম দফার নির্বাচনের মাঝে ভোট টানতে যোগী আদিত্যনাথ

এই বার ৩০০ পার! বাংলার পাশাপাশি, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশেও ( Uttar Pradesh Elections ) বেজে উঠেছে নির্বাচনী কাঁসর। আর এই নির্বাচনী আবহে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আঁকড়ে ধরেছেন “এইবার ৩০০ পার!” স্লোগানকেই। আজ উত্তরপ্রদেশে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। মোট ৬১টি আসন নিয়ে শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, সকাল ৯টার মধ্যে  ৮.০২ শতাংশ ভোট পড়ে যায়।

উল্লেখ্য, সকাল সকাল নির্বাচনী কাঁসর বাজার পর থেকেই সরগরম উত্তররপ্রদেশ ( Uttar Pradesh Elections )  রাজনৈতিক পরিস্থিতি। আগামী দিনে কার হাতে যেতে চলেছে এই ৬১টি আসনের স্টেয়ারিং তা নির্ধারিত হবে আজই। এই সরগরম আবহেই ভোটারদের কে বিজেপির দিকে টানার উদ্দেশে এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “এক সময় উত্তরপ্রদেশের মাফিয়া ও গুন্ডারা ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের জমি দখল করে নিত। কিন্তু আজ সে সব অতীত! এখন তারা সবজি বিক্রি করে জীবনযাপন করে। বিজেপি সরকার উত্তরপ্রদেশে এক হাতে উন্নত করেছে, আর অন্য হাতে বুলডোজার চালিয়েছে।” বলা বাহুল্য, ওয়াকিবহাল মহলের ধারণা, বুলডোজার বলতে তিনি মাফিয়া ও গুন্ডারাজের পতনকেই বলতে চেয়েছেন।

Uttar Pradesh Electionএখানেই না থেমে তিনি আরও বলেন, “আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, পাঁচ বছর সেই সব কথাই রেখেছি। উত্তরপ্রদেশকে ভীতিহীন রাজ্যে পরিণত করেছি।” এরপরই হিন্দুত্ব ( Uttar Pradesh Elections ) রাজনীতিকে উস্কে দিয়ে তিনি বলেন, “আমরা অযোধ্যায় রাম মন্দির তৈরি ব্যবস্থা করেছি। এখন সেখানে মন্দির তৈরির কাজই চলছে। এছাড়াও, অযোধ্যায় দীপোৎসব, মথুরা, বৃন্দাবনে রঙ্গোৎসব পালন। কাশিতে মহাকালি পুজো সমস্ত প্রতিশ্রুতিই পালন করেছে বিজেপি। আর তারই পাশাপাশি বুলডোজার চলেছে মাফিয়ারাজের উপর।”

এই ভোট মহোৎসবে শাসক-বিরোধী আক্রমণ তো লেগেই থাকে। এদিন মুখ্যমন্ত্রী ( Uttar Pradesh Elections ) যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টিকে আক্রমণ করে বলেন, “তাঁদের সরকার কবরস্তানের সীমানার দেওয়াল বানানো ছাড়া আর কিছুই করেনি। বিজেপি এসে রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য, জল, বিদ্যুৎ সকল খাতেই উন্নতির ছোঁয়া দিয়েছে।”

আরও পড়ুন…ভোট! ভোট! প্রতিভোট ২০০ টাকা, ধরা পড়তেই স্বীকারোক্তি ‘ভুয়ো ভোটার’-এর

উল্লেখ্য, রাজনীতিবিদদের মতে কেন্দ্রের গদির সড়ক যায় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের পথ হয়ে। সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগেই ২২ সালে ( Uttar Pradesh Elections ) উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনই হয় তো সিধান্ত নেবে আসন্ন নির্বাচনে ফের কাদের হাতে যেতে চলেছে ক্ষমতা। আর এই ক্ষমতার লড়াইয়ে রীতিমতো সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। আজ পঞ্চম দফার ভোট অর্থাৎ নির্বাচন প্রায় শেষের দিকে। হাতে গোনা কয়েকদিন তারপরই সামনে চলে আসবে ফলাফল। সুতরাং এখন প্রতিটা মুহূর্তই প্রচন্ড গুরুত্বপূর্ণ। আর আজকের ও আগামী কয়েকদিনের এই প্রতিটি মুহূর্তের উপরে হয় তো দাঁড়িয়ে আছে আগামী আরও কয়েকবছরের ভারতের স্টেয়ারিং।




Leave a Reply

Back to top button