Uttarpradesh Assembly Election 2022 : অখিলেশ-মমতা জোট, বাংলায় আসছে সমাজবাদীরা

রাখী পোদ্দার, কলকাতা : ইতিমধ্যেই উত্তরপ্রদেশে বিধানসভা ( Uttarpradesh Assembly Election 2022) নির্বাচন কড়া নাড়ছে দরজায়। বিধানসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত উত্তরপ্রদেশ তার মধ্যে মমতার ৮ই ফেব্রুয়ারি লখনউ যাত্রা খানিকটা আগুনে ঘি ঢালার মতোই কাজ করছে এখন। উত্তরপ্রদেশ নির্বাচনে ( Uttarpradesh Assembly Election 2022) সমাজবাদী পার্টিকে ( Samajwadi Party) সমর্থনের প্রস্তাব নিয়ে কালীঘাটের বাড়িতে আসেন অখিলেশের দূত কিরণময় নন্দ ( Kiranmoy Nanda)। শুধুই কি অখিলেশ যাদবকে সমর্থন নাকি নির্বাচনে অংশ নেওয়ার প্রথম পদক্ষেপ তা প্রশ্ন এখন তুঙ্গে।
Uttarpradesh Assembly Election 2022 : দেশে বিরোধী মুখ মমতাই
সেইদিনই কালীঘাটে তৃণমূল নেত্রীর সাথে বৈঠকের পর কিরণময় নন্দ স্পষ্ট জানান, বিজেপির বিরুদ্ধে দেশে বিরোধী মুখ হলেন মমতা। তাই উত্তরপ্রদেশে ভোটের ( Uttarpradesh Assembly Election 2022) প্রচারে মমতাকে পাশে চায় সমাজবাদী পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) জানিয়েছেন উত্তরপ্রদেশে তৃণমূল নির্বাচনে অংশ নেবে না। তিনি সমাজবাদী পার্টিকে শুধুমাত্র সমর্থন জানাবেন। প্রচারের সময়ও সাথে থাকবেন তিনি।
পাশাপাশি তিনি আরও জানান, আগামী ৮ই ফেব্রুয়ারি ( february) মমতা ও অখিলেশের যৌথ সাংবাদিক সম্মেলন এবং ভার্চুয়াল বৈঠক হবে লখনউতে। কোভিড আবহে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে ভোটের র্যালিতে। তাই সেখানে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা ও অখিলেশ। বারাণসীতেও মমতা ও অখিলেশ যাদবের ( Akhilesh Yadav) ভার্চুয়াল বৈঠক হবে। তবে উত্তরপ্রদেশে ভোটে কোনও প্রার্থী দেবে না তৃণমূল কংগ্রেস ( Trinmul Congress)।
Uttarpradesh Assembly Election 2022 : মমতা – অখিলেশ সমঝোতা
রাম রাজ্যে এবার মুখোমুখি দুই পার্টি বিজেপি ও সমাজবাদী। যোগী আদিত্যনাথকে ( Yogi Adityanath) পরাস্ত করে সিংহাসন দখলের লড়াইয়ে এবার মুলায়ম সিংহ ( Mulayam Singh Yadav) পুত্র অখিলেশ। এর আগেও বাংলায় বিধানসভা নির্বাচনে মমতাকে পূর্ণ সমর্থন করেছিলেন মুলায়ম সিংহ পুত্র অখিলেশ। সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনও এসেছিলেন তৃণমূলের প্রচারে। ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে ( BJP) পরাস্ত করার পর জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন হয়েছে আরও জোরদার। পাশাপাশি বাংলায় বিপুল ভোটে জয়লাভ করার পরেই সর্বভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল।
এই আবহে আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের ( Uttarpradesh Assembly Election 2022) আগে অখিলেশ-মমতার এই বৈঠক নিয়ে জোর চর্চাও চলছে রাজনৈতিক মহলে। তবে কি এই বৈঠকের মাধ্যমেই সর্বভারতীয় স্তরে নিজেদের স্থান পাকা করতে চায় তৃণমূল কংগ্রেস? নাকি ভবিষ্যতে বাংলায় আসতে চলেছে অখিলেশ যাদবের সমাজবাদী দল?
আরও পড়ুন- https://thebengalichronicle.com/up-election-2022-ladki-hoon-lad-sakti-hoon-by-congress-priyanka/