একি কাণ্ড! দ্বাদশ তলের বারান্দার রেলিংয়ে ঝুলে ব্যায়াম করছেন এক ব্যক্তি, দেখে নিন সেই Viral দৃশ্য

দিন প্রতি দিন গোটা বিশ্ব জুড়েই বাড়ছে পরিবেশ দূষণ। অতীতের তুলনায় বর্তমানে আমাদের প্রাত্যহিক জীবনে উত্তরোত্তর বেড়ে চলেছে অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া। এছাড়াও, কাজের চাপ ও নানা মানসিক চাপের জেরে শরীরের মধ্যেও বাড়ছে রোগের প্রভাব। এমতাবস্থায় সুস্বাস্থ্যের অধিকারী হতে কেই বা না চায়! আর এই সুস্বাস্থ্য তৈরির জন্য দৈনিক ব্যায়াম একটি অতিগুরুত্বপুর্ণ বিষয়। তবে এই ব্যায়ামও আবার কখনও কখনও ডেকে আনতে পারে মৃত্যুকে।

Viral

দ্বাদশ তলের বারান্দার রেলিং ধরে একজন লোক

এমনই ঘটনার নজির দেখা গিয়েছে, ফরিদাবাদের একটি বহুতলে। সম্প্রতি, গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যম জুড়ে ভীষণ ভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে, সোসাইটির দ্বাদশ তলের বারান্দার রেলিং ধরে একজন লোক ঝুলে ব্যায়াম করছেন( Viral )। পাশের ফ্ল্যাটের লোকজন তাকে বারণ করলেও সেই দিকে কোনও ভাবেই কান দিতে চাইছিল না ওই ব্যাক্তি। এ সময় ফ্ল্যাটের ভেতর থেকে একটি ছেলে এসে ঝুলন্ত ব্যক্তিকে ভেতরে নিয়ে যায়।  সেই আবাসনের আরডব্লিউএ-এর সভাপতি দীপক মালিক জানান, “ওই ব্যক্তির বয়স প্রায় ৫৬ বছর এবং সে মানসিকভাবে ভারসাম্যহীন। তার একটি 28 বছরের ছেলেও রয়েছে। তারা এই বহুতলে ভাড়া থাকেন।” গোটা ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সেই ব্যাক্তির পরিবারকে তার উপর বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে আবাসন তরফে।

‘যদি নিজের সন্তানের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হত।’

প্রসঙ্গত, এমন ঘটনার নজির ফরিদাবাদে প্রথম নয়। কয়েকদিন আগেই ফরিদাবাদের আবাসনে এক ক্যামেরায় উঠে আসে এক ভয়ংকর ঘটনা। যেখানে দেখা যায়, একজন মহিলা একটি শিশুকে বিছানার চাদরের মাধ্যমে ঝুলিয়ে আবাসনের ৯ তলা থেকে ৮ তলায় নামানো হচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যায়, সেই মহিলা আসলে ওই শিশু মা। পড়ে থাকা পোশাক আনতে মা শিশুকে নয় তলা থেকে আটতলায় বিছানার চাদরে ঝুলিয়ে নীচে নামান। এই ভিডিও সামনে আসার পরেই অনেকেই আঁতকে উঠেছেন। বলেছেন ‘যদি নিজের সন্তানের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হত।’

সোশ্যাল মিডিয়ায় Viral ভিডিও

উল্লেখ্য, দুর্ঘটনাক্রমে তাদের বারান্দার নীচের তলায় পড়ে যাওয়া পোশাক তুলতে একটি বিছানার চাদর ব্যবহার করে সেই মহিলা। স্বাভাবিক পথে না গিয়ে ওই নারী বেপরোয়াভাবে তার সন্তানকে নবম তলার বারান্দায় বিছানার চাদর বেঁধে অষ্টম তলায় নামিয়ে দেন এবং তারপর পোশাক কুড়ানো হলে ধীরে ধীরে তুলতে থাকেন। সেই ঘটনাই বিপরীত দিকে থাকা সোসাইটির বাসিন্দা রেকর্ড করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন Sandhya Mukhopadhyay : সন্ধ্যা আর নেই




Leave a Reply

Back to top button