Assembly Elections 2022: কিভাবে ভারতের সর্ববৃহৎ দল হয়ে উঠলো বিজেপি, জেনে নিন মোদী ম্যাজিক

আজকের দিনটি যেনো ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুুত্বপূর্ণ একটি দিন। দেশের মধ্যে বিজেপি ও তার জোট সরকার মোট ১৮ টি রাজ্যে ক্ষমতায় আছে। দেশের মত জনসংখ্যার ৫০% এই রাজ্যগুলিতে বাস করে। আজকে যে সমস্ত রাজ্যের নির্বাচনের ফলাফল আসবে সেই পাঁচটি রাজ্যের মধ্যে ৪টিতে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি(Assembly Elections 2022)। অন্যদিকে জাতীয় কংগ্রেসের সরকার রয়েছে মত ৬টি রাজ্যে যেখানে দেশের মত জনসংখ্যার ২৮% বাস করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিজেপি শুধুমাত্র দলগত উত্থানের মুখ দেখছে। চলুন জেনে নিই মোদী ক্ষমতায় আসার পর কোন কোন রাজ্যে সরকার গড়তে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি(Assembly Elections 2022)।
মোদী যখন প্রধানমন্ত্রী হন তখন দেশের মোট সাতটি রাজ্যে বিজেপি ও তাদের মিত্রশক্তি ক্ষমতায় ছিল(Assembly Elections 2022)। যেখানে ৫টি রাজ্যেই বিজেপির মুখ্যমন্ত্রী ছিল। এই সময় বিহার ও পাঞ্জাবে সরকার চালাচ্ছিল তাদের মিত্র দল। এই দুটি রাজ্যে দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ বাস করতো এবং বাকি পাঁচ রাজ্য – ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ ও রাজস্থানে জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ বাস করতো(Assembly Elections 2022)। সুতরাং মোদী যখন ক্ষমতায় আসে তখন দেশের মোট ৩০ শতাংশ জনসংখ্যার সমর্থন তার দিকে ছিল। এই সময়ই অর্থাৎ ২০১৪ সালে কংগ্রেসের ও তাদের জোটের সরকার মোট ১৪ টি রাজ্যে ছিল, যা মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ। মহারাষ্ট্র ও কর্ণাটকের মত দুটি বড় রাজ্যেও সরকার ছিল জাতীয় কংগ্রেসের(Assembly Elections 2022)।
আরও পড়ুন:UP ASSEMBLY ELECTIONS 2022: গেরুয়া ঝড়ে বিদ্ধস্ত অখিলেশের সাইকেল! বিজেপি এগিয়ে ২৫৯ টি আসনে
২০১৮ সালে ধীরে ধীরে অঙ্কের মান বদলাতে শুরু করে। এই সময় বিজেপির হাতে যায় ২১ টি রাজ্য। এই রাজ্যগুলির মোট জনসংখ্যা ভারতীয় জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। একই সাথে ৪টি রাজ্যে ছিল কংগ্রেসের সরকার যা তাদের বিদ্ধস্ত ভবিষ্যতের এক ইঙ্গিত ছিল।
আজকের নির্বাচনী ফল অনুযায়ী বিজেপি এখনও পর্যন্ত উত্তর প্রদেশ, মনিপুর ও উত্তরাখণ্ডের এগিয়ে রয়েছে, এখন এটাই দেখার পালা বিজেপি আবার এই রাজ্যগুলিতে নিজের সরকার গড়তে পারে কি না(Assembly Elections 2022)।