বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার আশ্বাস বিজেপির, মিথ্যা প্রতিশ্রুতি নয় তো

চার রাজ্যে আবার ক্ষমতা গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির ভোটের শতাংশ দেখে অবশ্য এই জয়কে ‘বিপুল’ বলতে নারাজ অনেকেই (Uttarakhand Assembly Election 2022)। যদিও পাহাড়ে বিজেপির শিকড় যে কতটা শক্ত তা আরেকবার প্রমাণ করলো এই দলটি। উত্তরাখণ্ডে ৭০ টির মধ্যে বিজেপি জয়ী হয় ৪৭ টি আসনে। কংগ্রেস পায় ১৯ টি আসন এবং আপ ও অন্যান্য দল পায় শূন্য। এর আগে কোনো সরকার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসেনি এই রাজ্যে, কিন্তু বিজেপি ২ বার পর পর ক্ষমতায় আসায় এই চলের অবসান ঘটলো(Uttarakhand Assembly Election 2022)।

আরও পড়ুন: Shreshta Scheme: নবম থেকে একাদশ শ্রেণির জন্য শ্রেষ্ঠ প্রকল্প, আবাসিক শিক্ষ্যা এবার বিনামূল্যেই

উত্তরাখণ্ড শাসন করা যদিও যে কোনো দলের পক্ষেই খুব সহজ হয়ে উঠবে না, যার মূলে রয়েছে এই রাজ্যের ভৌগলিক পরিবেশ ও অবস্থান। উত্তরাখণ্ডের সমতল ভূমিতে বসবাসকারী জনসাধারণের মাথাপিছু আয় পাহাড়ে বসাসকারীদের তুলনায় বেশি((Uttarakhand Assembly Election 2022)। যা পাহাড়ি অঞ্চলে উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সরকারে গঠন করার পর ভারতীয় জনতা পার্টির প্রথম লক্ষ্য উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকার মানুষদের মাথা পিছু আয় বৃদ্ধি। এছাড়াও বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় যুবসমাজের অনেকেই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে(Uttarakhand Assembly Election 2022)। এছাড়াও সাধারন মানুষের এই চলে যাওয়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে নানান সমস্যা যাদের মধ্যে শিক্ষার অনুন্নত পরিকাঠামো এবং বাজে স্বাস্থ্য ব্যবস্থা অন্যতম সমস্যা। অন্যদিকে বেকারত্বের হয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই রাজ্যে। ২০১১-১২ সালে এই রাজ্যে বেকারদের সংখ্যা ছিল মোট ১.৩৯ লাখ এবং ২০২০-২১ সালে ত দ্বিগুনের চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে ৩.২৩ লাখ(Uttarakhand Assembly Election 2022)। এই রাজ্যের ৫৪ শতাংশ যুব বাস করে পাহাড়ে, এবং বেকারত্বের হারের নিরিখে এগিয়ে রয়েছে এই অঞ্চলের মানুষরাই। পাহাড়ে বেকারত্বের হার যেখানে ২৪ শতাংশ সেখানে সমতলে বেকারত্বের হার মাত্র ১৬.৪ শতাংশ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে পড়াতে বাধ্যতামূলক নয় পিএইচডি! নির্দেশিকায় নতুন চমক UGC এর তরফে

অর্থনৈতিক অনুন্নতির জন্য পারিশ্রমিকের হারও অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। ২০২২ এ উত্তরাখণ্ড দৃষ্টিপত্রে বিজেপি জানায় রাজ্যের বেকারত্ব সমস্যা, অনুন্নত শিক্ষা পরিকাঠামো, বাজে স্বাস্থ্যব্যবস্থা সমস্ত কিছুর উপর জোর দেওয়া হবে, এছাড়াও বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথাও জানায় বিজেপি। কিন্তু এই সমস্ত লক্ষ্য পূরণের উপায় কি, সেটা এই ঘোষণাপত্র দেখে বোঝা মুশকিল। এদিকে পূর্ব মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজের কেন্দ্রে পরাজিত হওয়ায় পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছে এই নিয়ে জল্পনা চলছে।




Leave a Reply

Back to top button