প্যালেস্টাইনকে সমর্থন করায় কংগ্রেসকে আক্রমণ বিজেপির
প্যালেস্টাইনকে সমর্থন কংগ্রেসের। “সংখ্যালঘু তোষণের রাজনীতি’করছে কংগ্রেস”বক্তব্য বিজেপির।

শুভঙ্কর,নিউদিল্লি: জাতীয় স্তরের রাজনীতিতে সর্বদাই লড়াই লেগে রয়েছে ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেসের। এবারের লড়াই এর মূল বিষয় ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ। গতকাল, ৯ অক্টোবর, কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্যালেস্টাইনের প্রতি সমর্থনের কথা জানিয়েছে। এর পর জাতীয় কংগ্রেসকে একহাত নিলো বিজেপি। অভিযোগ তুললো ‘সংখ্যালঘু তোষণ’এর। কংগ্রেসের বক্তব্য, প্যালেস্টিনিয় জনগণের বৈধ অধিকারগুলি আলোচনার মাধ্যমে পূর্ণ করতে হবে এবং একইসাথে ইসরায়েলি জনগণের নিরাপত্তা স্বার্থও নিশ্চিত করতে হবে। একটি টুইটার পোস্টে তারা জানান, “ভারতের জাতীয় কংগ্রেস সর্বদা বিশ্বাস করে প্যালেস্টাইনের জনগণের বৈধ অধিকারগুলি একমাত্র আলোচনার মাধ্যমেই পূর্ণ করতে হবে কিন্তু ইসরায়েলি জনগণের বৈধ নিরাপত্তা স্বার্থও নিশ্চিত করতে হবে। যুদ্ধ কখনো সমস্যার সমাধান হয়না। এই যুদ্ধ দ্রুত থামানো উচিত।”
এরপরই কেন্দ্রের শাসক দল বিজেপির তরফ থেকে আক্রমণ আনে। দক্ষিণ বেঙ্গালুরুর সাংসদ তেজস্বী সূর্য কংগ্রেসকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তোপ দাগেন। তিনি লেখেন, “কংগ্রেসের ওয়ার্কিং কমিটি যে রেজোলিউশন পাশ করেছে ইজরায়েল যুদ্ধের বিষয়ে, তা থেকে স্পষ্ট সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে কংগ্রেস। মোদী আসার আগে দেশের এমনই দুরাবস্থা ছিল, এটার থেকেই তা স্পষ্ট বোঝা যায়। প্রসঙ্গত, গতকাল রাহুল গান্ধী ঘোষণা করেন কংগ্রেস শাসিত পাঁচটি রাজ্যে জাতি জনগণনা হবে। তিনি স্পষ্ট জানান, দেশ জাতিগত গণনা চায় এবং এতে বিজেপির অসুবিধা থাকলে তাতে তাদের কিছু যায় আসেনা। তিনি আরও দাবি করেন জাতিগত জনগণনা হলেই দেশের পুরো চিত্রটাই পরিষ্কার হয়ে যাবে।
উল্লেখ্য, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ বহুদিনের। প্যালেস্তাইনকে ইজরায়েলের হাত থেকে ‘মুক্ত’ করতে এর আগেও একাধিকবার যুদ্ধে নেমেছিল বিভিন্ন গোষ্ঠী। এবার ইজরায়েলের উপর হামলা করে নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে প্যালেস্তাইনের হামাস। গত ৭২ ঘণ্টায় দুপক্ষের প্রায় ১৫০০ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে এবং মৃতরা অধিকাংশই সাধারণ মানুষ। এবার দেখার বিষয় আগামী দিনে কি আকার নেয় এই যুদ্ধ।